জামিন নামঞ্জুর হিমঘর মালিকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগে ধৃত হিমঘরের মালিক শেখ সাবির আলির জামিনের আবেদন ফের নামঞ্জুর করে দিল সিজেএম আদালত। গত ২৭ অক্টোবর রাতে বর্ধমান শহরের গোলাহাট থেকে তাঁকে ধরা হয়। গত ২৮ অক্টোবর তাঁকে পুলিশ আদালতে হাজির করালে আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। বৃহস্পতিবার তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে বর্ধমান থানার আবেদনের শুনানি ছিল। তবে এই আবেদনও না মঞ্জুর করে দিয়েছে আদালত। তাঁকে ফের ৬ নভেম্বর আদালতে হাজির করাতে নির্দেশ দেওয়া হয়েছে।
|
ছাত্রী নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
খোঁজ মিলছে না বেসরকারি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর। পুলিশ জানায়, বর্ধমানের শ্যামলালের একটি মেসে থাকত প্রিয়ঙ্কা দে নামে ওই মেয়েটি। বাড়ি মাধবডিহি থানার গোতান গ্রামে। তাঁর বাবার দাবি, বুধবার মেয়ে চিঠি লিখে জানায়, বিবিএ বিষয়টি খুব শক্ত লাগছে। পরীক্ষায় পাশ করতেও পারবে না। পরিবারের সম্মান বাঁচাতে রেললাইনে আত্মঘাতী হওয়ার কথাও লেখে সে। চিঠি পেয়ে বৃহস্পতিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন মেয়েটির বাবা। পুলিশ জানিয়েছে, আশপাশের থানায় বিষয়টি জানানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত প্রিয়ঙ্কার কোনও খোঁজ মেলেনি।
|
বর্ধমানের হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মিথিলায় প্রথম ম্যাচেই হেরে আন্ত:বিশ্ববিদ্যালয় পূর্বাঞ্চল ভলিবল থেকে বিদায় নিল বর্ধমানের ছেলেরা। তারা প্রথম ম্যাচেই মগধের বিরুদ্ধে দু’টি সেট জিতেও শেষে ২-৩ সেটে হারে। বর্ধমানের ছেলেদের কবাডি দল আন্ত:বিশ্ববিদ্যালয় পূর্বাঞ্চল প্রতিযোগিতায় যোগ দিতে উত্তরপ্রদেশের জৈনপুরে রওনা হয়েছে। গতবার বর্ধমান এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল।
|
ভাতারের জয়
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
ফুটবলে বৃহস্পতিবার ভাতার একাদশ ৪-১ গোলে কাটোয়া কোচিং সেন্টারকে হারাল। প্রতিযোগিতার উদ্যোক্তা কেতুগ্রামের রসুই তরুণ সঙ্ঘ। ভাতার একাদশের হয়ে দিলীপ টুডু হ্যাট্রিক করেছেন। অন্য দিকে গত শনিবারের খেলায় ননগর অম্বুজা স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে বীরভূমের পারুলডাঙাকে হারায়। |