পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক হিমঘর মালিককে। ধৃতের নাম শেখ সাবির আলি। রবিবার রাতে গোলাহাটে বাড়ি থেকে তাঁকে ধরা হয়। সোমবার তাঁকে বর্ধমানের সিজেএম আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে সাবির আলিকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ অবশ্য তাঁকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। আদালতে পুলিশি হেফাজত সংক্রান্ত আবেদনের শুনানি হবে আগামী ৩১ অক্টোবর। গত শনিবার বর্ধমান থানার পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট বিভাগ জিটি রোড বাইপাসের উপর আলু পাচার রুখতে বিভিন্ন ট্রাকে তল্লাশি চালাচ্ছিল। তখনই সাবির আলির মালিকানাধীন হিমঘরের সামনে অভিযান চালাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয় বলে অভিযোগ। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, সাবির আলির নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন লাঠি, রড, ভোজালি ও আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। খবর পেয়ে বর্ধমানের পুলিশ লাইন থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। তিন জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতারও করা হয়। আটক করা হয় বিভিন্ন ধরনের অস্ত্র ও দু’টি ট্রাক। আরও কয়েকজনের নামেও অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে রবিবার সন্ধ্যায় হিমঘরের মালিক সাবির আলিকে পুলিশ ধরে। ঘটনার তদন্তকারী অফিসার, প্রণবকুমার মিত্র জানান, ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।”
|
দুই চালকল কর্মচারীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। সোমবার বিকেল ৩টে নাগাদ গলসির খেতুড়ে জিটি রোডের উপর ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, এ দিন ওই দুই ব্যক্তি প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা সঙ্গে নিয়ে গলসি যাচ্ছিলেন। পথে খেতুড়ের ডিভিসি সেতুর কাছে দুই মোটরবাইক আরোহী তাঁদের রাস্তা আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা বোঝাই ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায় তারা। গলসি থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জড়িত দুষ্কৃতী দলকে চিহ্নিত করা গিয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
|
কালনা আদালতের এক আইনজীবীকে জমি বিক্রি করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগে স্মারকলিপি দিলেন আইনজীবীরা। সোমবার কালনা মহকুমাশাসকের দফতরে এই স্মারকলিপি দেন কালনা আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, কাশীনাথ ঘোষ নামে এক আইনজীবীর স্থানীয় জিউধারা ও শ্রীরামপুর এই দুই মৌজায় মোট চার বিঘে জমি আছে। আট জন স্থানীয় বাসিন্দা তাঁর জমির সামনে দোকান ঘর তৈরি করেছে। ফলে তিনি জমিতে যেতে পারছেন না। অভিযোগ জানালে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। কয়েক দিন আগে এই বিষয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন।
|
দাঁড়িপাল্লায় কারচুপির অভিযোগে দুই মাছ বিক্রেতা ও এক আলু বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নামসরোজ দত্ত, নরেন হালদার ও দীনবন্ধু মণ্ডল। সোমবার কালনা গেট বাজারে জেলা এনফোর্সমেন্ট শাখা পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশিতে বের হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা এক কিলো ওজনের পণ্যে দেড়শো গ্রাম কম দিচ্ছিলেন।
|
মিথ্যা মামলায় সংগঠনের কর্মীদের ফাঁসানো, এলাকায় সিভিক পুলিশের নিয়োগ নিয়ে অস্বচ্ছতা ও এলাকায় মদ, জুয়ার রমরমার অভিযোগে পূর্বস্থলী থানায় স্মারকলিপি দিল ডিওয়াইএফের পূর্বস্থলী জোনাল কমিটি। সংগঠনের পূর্বস্থলী জোনালের সম্পাদক বিম কাশেম শেখ বলেন, “ইচ্ছে করে আমাদের কর্মীদের পুলিশ কেস দেওয়া হচ্ছে। অবিলম্বে এই জিনিস বন্ধ হওয়া দরকার।”
|