টুকরো খবর |
বাঁধ হল না চার দিনেও
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
টানা চার দিন ধরে চেষ্টার পরেও পাঁশকুড়ার রানিহাটিতে কাঁসাই নদীর বাঁধ বাঁধার কাজ সম্পূর্ণ হল না। গত কয়েকদিনে কাঁসাই নদীর জলস্তর অনেকটা কমলেও (৭.২৫ মিটার) বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে বুধবার বিকেলেও জল ঢুকতে থাকে। এর ফলে পাঁশকুড়ার দিক থেকে জল এসে তমলুক ব্লকের জলস্তর আরও বেড়েছে। সেচ দফতরের পূর্ব মেদিনীপুর বিভাগের নির্বাহী বাস্তুকার স্বপন পণ্ডিত বুধবার সন্ধ্যায় বলেন, “বাঁধের ভেঙে যাওয়া অংশের কাছে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় বাঁধ বাঁধার কাজ ব্যহত হচ্ছে। সেনাবাহিনী কাজ চালাচ্ছে। আজ রাতের মধ্যে বাঁধ বাঁধার কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।” এদিন তমলুকে জেলাশাসকের অফিসে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “জল যাতে দ্রুত বের হয়ে যায়, তার জন্য গঙ্গাখালি ও পায়রাটুঙ্গি লকগেটে তিনটি করে মোট ৬টি পাম্প বসানো হবে। কঠিন এই সময়ে দুর্গতদের পাশে আমরা আছি। আমি ইতিমধ্যেই যত কালীপুজো উদ্বোধনের ডাক পেয়েছিলাম, সব বাতিল করে দিয়েছি।” |
পুরনো খবর: জল নামেনি, রোদেই স্বস্তি
|
সদ্যোজাত উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সমুদ্র লাগোয়া ঝাউবন থেকে এক সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করল কাঁথির চাইল্ড লাইন। বুধবার সকালে কাঁথি থানার হরিপুরের ঝাউ জঙ্গলে একটি শিশু কন্যা পরে রয়েছে বলে উড়ো ফোন আসে চাইল্ড লাইনে। সংস্থার কর্মীরা সদ্যোজাতকে (তিন-চার দিন) উদ্ধার করে আনে। চাইল্ড লাইনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ সিংহ জানান, শিশু চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষায়তনের তত্ত্বাবধানে রাখা হয়েছে ওই শিশুকে।
|
এমএমএস, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মোবাইলে আপত্তিকর ছবি তুলে এমএমএসের মাধ্যমে অন্যদের কাছে ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার পাঁশকুড়া থানার প্রতাপপুর বাজার থেকে তন্ময় সেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। প্রতাপপুর বাজারে তন্ময়ের একটি মোবাইলের দোকান রয়েছে।
|
অভিনব প্রতিমা |
|
—নিজস্ব চিত্র। |
প্রতিমায় অভিনবত্ব আনাই তাঁর প্যাশন। তাই মেদিনীপুর শহরের বল্লভপুরের বাসিন্দা শিল্পী তারক পাইন কখনও ফেলে দেওয়া আবর্জনা, কখনও নারকেল ছোবড়া, আবার কখনও বা বিদ্যুতের তার, টিউবলাইট দিয়েই তৈরি করেন দুর্গা-কালী-সহ নানা প্রতিমা। এ বার ঘাটাল শহরের কোন্নগর সংঘর্ষ ক্লাবে ইলেকট্রিকের তার, ল্যাম্প, টিউবলাইট, ফাইবারের বোর্ড দিয়ে একটি কালী প্রতিমা তৈরি করেছেন। প্রায় এক মাসের বেশি সময় ধরে প্রতিমাটি তৈরি হয়েছে। বিভিন্ন রকমের রঙিন তার দিয়ে প্রতিমার হাত এবং মুখ তৈরি হয়েছে। প্রতিমার বাকি অংশ তৈরি হয়েছে ল্যাম্প, টিউবলাইট প্রভৃতি দিয়ে। তারকবাবুকে এই কাজে সঙ্গ দিয়েছেন তাঁর দুই ছাত্রী সুমনা দত্ত এবং সুচরিতা ঘোষ। সংঘর্ষ ক্লাবের এক সদস্য অভিজিৎ মাল বলেন, “আশা করছি নতুন ধরনের এই প্রতিমা দেখে দর্শনার্থীদের ভাল লাগবে।” |
|