|
|
|
|
ধীরে-ধীরে জল নামছে ঘাটালে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জল নামতে শুরু করায় পরিস্থিতির উন্নতি হয়েছে ঘাটালে। যদিও জল ধীর গতিতে নামায় ঘাটাল মহকুমার শতাধিক গ্রাম এখনও জলমগ্ন। ঘাটালের মহকুমাশাসক অদীপ রায় বলেন, “মঙ্গলবার থেকে জল আর বাড়েনি। রূপনারায়ণে জলের উচ্চতাও একটু কমেছে। শিলাবতী নদীর জল রূপনারায়ণে গিয়ে পড়েছে। তবে এখনও শিলাবতী নদী চরম বিপদসীমার উপর দিয়ে বইছে।”
মহকুমাশাসকের আশ্বাস, বৃষ্টি আর না হলে চলতি সপ্তাহেই বেশিরভাগ এলাকা থেকে জল নেমে যাবে। তবে ঘাটাল ব্লক-সহ মহকুমার ভিতরের গ্রামগুলি থেকে জল কমতে সময় লাগবে।”
প্রশাসন সূত্রে খবর, ঘাটালের প্রধান সড়কগুলি এখনও জলের তলায় থাকায় যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। যান চলাচল স্বাভাবিক হতে এখনও দিন তিন-চারেক সময় লাগবে। তবে জল নামতে শুরু করলেও দুর্গত এলাকার বাসিন্দারা চরম সমস্যার মধ্যে রয়েছেন। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। পানীয় জলেরও সঙ্কট তৈরি হয়েছে। সরকারি ভাবে পানীয় জলের প্যাকেট বিলি হলেও তা সব জায়গায় পৌঁছচ্ছে না বলে অভিযোগ। যদিও মহকুমাশাসকের দাবি, “নৌকায় করে গিয়ে প্লাবিত সব এলাকাতেই পানীয় জল বিলি করা হচ্ছে। কিন্তু দুর্ঘটনা এড়াতে অধিকাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।”
এদিকে সামনেই কালীপুজো। ঘাটালে সরকারি অনুমতিতে প্রায় ৩৫টি বড় কালীপুজো হয়। বন্যার জন্য মণ্ডপ-প্রতিমার প্রস্তুতির কাজ কিছুই হয়নি বললে চলে। ঘাটালের এক পুজো কমিটির কর্তা অশোক মহাপাত্র বলেন, “আমাদের প্রতিমা তৈরি হয়ে গিয়েছে। তবে জল জমে থাকায় মণ্ডপ এখনও তৈরি হয়নি। হাতে আর বেশি সময় নেই। কী করব বুঝতে পারছি না।” |
পুরনো খবর: থানার উঠোন জলে থইথই, দুর্ভোগ ঘাটালে |
|
|
|
|
|