|
|
|
|
শিশু কল্যাণ সমিতিই নেই পূর্ব মেদিনীপুরে |
নাবালিকাকে নিয়ে বিপাকে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ছ’মাসেরও বেশি সময় ধরে শিশু কল্যাণ সমিতি নেই পূর্ব মেদিনীপুর জেলায়। ফলে বুধবার এক নাবালিকাকে কোথায় রাখা হবে তা নিয়ে হুলুস্থুলু চলল দিনভর।
হলদিয়ার সুতাহাটা থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের ১৩ বছরের এক কিশোরী গত ১৫ সেপ্টেম্বর বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। গত রবিবার ওই নাবালিকাকে কলকাতার একটি হাসপাতালের কাছ থেকে এন্টালি থানার পুলিশ উদ্ধার করে। পুলিশ ওই নাবালিকাকে জিজ্ঞাসা করে পরিচয় জানতে পেরে সুতাহাটা থানার পুলিশকে খবর দেয়। এরপর কলকাতা জেলা শিশু কল্যাণ সমিতির কাছে পাঠায় ওই নাবালিকাকে। সেখান থেকে তাকে নিয়ে এসে সুতাহাটা থানার পুলিশ বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলে। বিচারক ওই নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির কাছে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যান সমিতি না থাকায় ওই নাবালিকাকে নিয়ে বিপাকে পড়ে সুতাহাটা থানার পুলিশ। থানার এক পুলিশ আধিকারিক বলেন, “ওই নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির কাছে নিয়ে যাওয়ার জন্য খোঁজ নিতে গিয়ে জানা যায় শিশু কল্যাণ সমিতিই নেই। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের আধিকারিকের কাছে বিষয়টি জানানো হলে ওই নাবালিকাকে তমলুকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেয়েদের জুভেনাইল হোমে রাখার ব্যবস্থা করা হয়।”
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক সুমন হাওলাদার বৃহস্পতিবার বলেন, “নিয়ম অনুযায়ী যে জেলায় শিশু কল্যাণ সমিতি নেই তার পাশের জেলার শিশু কল্যাণ সমিতির কাছে স্থানান্তর করতে হয়। এদিন পুলিশের তরফে আমাদের কাছে বিষয়টি জানানো হলে ওই নাবালিকাকে অস্থায়ী ভাবে তমলুকের একটি হোমে রাখার ব্যবস্থা করা হয়।”
কিন্তু গত প্রায় ৬ মাস ধরে জেলায় শিশু কল্যাণ সমিতি না থাকার জেরে শুধু পুলিশ নয়, বিপাকে পড়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত তমলুকের ওই হোম কর্তৃপক্ষও। তাঁদের দাবি, জেলায় শিশু কল্যাণ সমিতি না থাকার কারণে হোমের ৬ আবাসিককে তাঁদের পরিবার নিয়ে যেতে চাইলেও ফিরিয়ে দেওয়া যাচ্ছে না।”
শিশু কল্যাণ সমিতি নেই কেন?
পূর্বতন সমিতির সদস্য অপর্ণা ভট্টাচার্য জানান, বৈঠকে বা আলোচনার সময় সমিতির অধিকাংশ সদস্য উপস্থিত না থাকায় চেয়ার-পার্সন বিরক্ত হয়ে পদত্যাগ করেছিলেন। মাস ছ’য়েক আগে জেলা প্রশাসন তাই সমিতি ভেঙে দেয়। এরপর নতুন করে সমিতি গঠনের জন্য ইন্টারভিউ হয়েছে। নতুন সদস্যদের নামের সুপারিশ করে রাজ্যের কাছে তালিকাও পাঠানো হয়েছে। শীঘ্রই নতুন শিশু কল্যাণ সমিতি গঠন করা হবে জেলায়। |
|
|
|
|
|