টুকরো খবর
বাড়তি পরীক্ষায় রাশ টেনে দিল প্রেসিডেন্সি
জেনারেল বা জেন-এড পত্রের পরীক্ষা কী ভাবে হবে, মেজর পত্রের অভ্যন্তরীণ মূল্যায়নই বা ক’টি পরীক্ষার নিরিখে হবে সবই স্থির করে দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অভ্যন্তরীণ মূল্যায়নে দু’টোর বেশি পরীক্ষা নেওয়া যাবে না বলে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছেন পরীক্ষা নিয়ামক। মেজর এবং জেন-এড প্রেসিডেন্সিতে দু’ধরনের পত্রেই সেমেস্টারের মধ্যে অভ্যন্তরীণ মূল্যায়ন এবং সেমেস্টারের শেষে একটি পরীক্ষা হওয়ার কথা। অভ্যন্তরীণ মূল্যায়ন কী ভাবে হবে, সেই সিদ্ধান্তের ভার দেওয়া হয়েছিল বিভাগগুলিকেই। কিন্তু বেশ কিছু বিভাগ ছোট ছোট করে অনেক পরীক্ষা নেওয়ায় তাঁদের সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলে সোমবার উপাচার্য মালবিকা সরকারের ঘরে অবস্থান করেন এক দল ছাত্রছাত্রী। সে-দিনই উপাচার্য জানান, বাড়তি পরীক্ষা নেওয়া যাবে না। বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেন-এড পত্রে অভ্যন্তরীণ মূল্যায়ন হবে ২০ নম্বরের এবং সেমেস্টারের শেষে ৩০ নম্বরের পরীক্ষা হবে। ২০ নম্বরের মূল্যায়নের জন্য দু’টির বেশি পরীক্ষা নেওয়া যাবে না। মেজরের ক্ষেত্রেও ১৫ নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়ন হবে দু’টি পরীক্ষার ভিত্তিতে। কোনও ক্ষেত্রে শিক্ষক মনে করলে বড়জোর তিনটি পরীক্ষা নিতে পারেন। কিন্তু পরীক্ষার্থী যে-দু’টি পরীক্ষায় সর্বাধিক নম্বর পাবেন, সেগুলিই বিবেচিত হবে।

পুরনো খবর:
র‌্যাগিং-শাস্তি কমবে কি, রিপোর্টে দেরি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জড়িতদের শাস্তি কমানো যায় কি না, তা খতিয়ে দেখার জন্য গড়া কমিটির রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ল না। বুধবার ছিল ওই কমিটির রিপোর্ট পেশ করার শেষ দিন। কিন্তু এ দিন তা জমা পড়েনি। কমিটির সদস্যেরা আর একটু সময় চেয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেন, “রিপোর্ট কবে দেওয়া হতে পারে, সেই বিষয়ে কমিটির সদস্যেরা কিছু জানাননি।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের হস্টেলবাসী এক ছাত্রকে র‌্যাগিংয়ে জড়িত দুই পড়ুয়াকে হস্টেল থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে এক জনকে দু’টি সেমেস্টার এবং অন্য জনকে এক সেমেস্টারের জন্য বহিষ্কার করা হয়। শাস্তি লঘু করার দাবিতে সেপ্টেম্বরে উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে ৫০ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ ফেটসু। শাস্তি কমানো যায় কি না, তা খতিয়ে দেখার জন্য পঞ্চমীর দিন এগ্জিকিউটিভ কাউন্সিল বা ইসি-র বৈঠকে তিন সদস্যের কমিটি গড়া হয়। এ দিন সেই কমিটিরই রিপোর্ট জমা পড়ার কথা ছিল।

পুরনো খবর:
অফিসে টাকা চুরি, ধৃত ১
অফিস থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগে এক যুবক গ্রেফতার হল। রবিবার, হেয়ার স্ট্রিট থানার নেতাজি সুভাষ রোডের এক বেসরকারি সংস্থায়। ধৃতের নাম অলোক বাল্মিকী। পুলিশ জানায়, ধৃত ব্যক্তি রাজভবনের কর্মী-আবাসনে এক আত্মীয়ের ফ্ল্যাটে সেই টাকা লুকিয়ে রেখেছিল। পুরোটাই উদ্ধার হয়েছে। অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হলে বিচারক ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেন। পুলিশ জানায়, ওই সংস্থার এক কর্তা শনিবার ১৬ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ অফিসে রেখে যান। সোমবার সকালে অফিসে এসে দেখেন, ব্যাগ উধাও। পুলিশ জানতে পারে, রবিবার তিন জনের তত্ত্বাবধানে অফিস সাফাইয়ের কাজ করা হয়েছিল। তাদেরই এক জন ধৃত ওই যুবক।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেলআরোহীর। বুধবার, টালিগঞ্জ সার্কুলার রোড ও দেশপ্রাণ শাসমল রোডের মোড়ে। মৃত আশিস দাসের বাড়ি বাঁশদ্রোণীতে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশ আটক করে। অন্য দিকে, এ দিন শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে এক বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে ধাক্কা মারে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা আরতি মাইতি নামের ওই মহিলা পিজিতে ভর্তি।

ছাড়ের অনুমোদন
আইনি জটিলতা না থাকলে পুরসভার অনুমতি ছাড়াই শহরের দোতলা ও তিনতলা বাড়ির মালিকরা কাঠামো রদবদলে ২৫ ও ১৫ শতাংশ হারে ছাড় পাবেন। বুধবার পুরসভার মেয়র পারিষদ বৈঠকে নতুন ওই নিয়ম অনুমোদিত হল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র শোভন চট্টোপাধ্যায়কে চলতি নিয়মের কিছু পরিবর্তন করার নির্দেশ দেন। সেই মতো মেয়র পারিষদ বৈঠকে সিদ্ধান্ত হয় দোতলা বাড়ির ক্ষেত্রে মোট ফ্লোর এরিয়ার ২৫ শতাংশ এবং তিনতলা বাড়ির ক্ষেত্রে ১৫ শতাংশ রদবদল করতে পারবে বাড়ির মালিকেরা।

নতুন সাত বিচারপতি
কলকাতা হাইকোর্টে শপথগ্রহণ করলেন নতুন সাত জন বিচারপতি। তাঁদের নাম শ্রীমতী সমাপ্তি চট্টোপাধ্যায়, সুব্রত তালুকদার, তপোব্রত চক্রবর্তী, শহিদুল্লাহ মুন্সি, অরিন্দম সিংহ, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু বসাক। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র নিজের এজলাসে তাঁদের শপথ বাক্য পাঠ করান। নতুন সাত জনকে নিয়ে এখন কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল পঞ্চাশ।

ক্যান্টিনে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত হল একটি ব্যাটারি কারখানার ক্যান্টিন। বুধবার, বন্ডেল রোডে। দমকল সূত্রের খবর, দু’টি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, সিলিন্ডার লিক করেই বিপত্তি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.