টুকরো খবর
ধর্ষণে অভিযুক্তেরা অধরাই
তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পরেও অভিযুক্তেরা অধরাই। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের ঘটনায় দু’জনকে শনাক্ত করা গেলেও তাঁদের এখনও কোনও খোঁজ মেলেনি। ওই অভিযুক্তেরা কলকাতার বাইরে লুকিয়ে রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এ দিকে মঙ্গলবার ওই তরুণী শিয়ালদহ আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। রবিবার রাতে বহরমপুরের বাসিন্দা বছর উনিশের ওই তরুণী কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন, নিউ টাউন থেকে তাঁকে অপহরণ করে যোগেন দত্ত লেনের একটি বাড়িতে ধর্ষণ করে তিন যুবক। তবে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে। এক পুলিশকর্তা জানান, তরুণী জানিয়েছিলেন, তাঁকে রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অচৈতন্য করে রাখা হয়েছিল। কিন্তু তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই সময়ে ওই তরুণীর মোবাইল থেকে এক অভিযুক্তের সঙ্গে একাধিক বার কথা হয়েছে। পুলিশ জানায়, মেডিক্যাল রিপোর্টে অচৈতন্য হওয়ার প্রমাণ মেলেনি। গোয়েন্দাদের দাবি, অভিযুক্ত তিন জনের মধ্যে এক জন ওই তরুণীর পূর্বপরিচিত।

পুরনো খবর:
বোনের গয়না চুরি, ধৃত দাদা
বোনের বিয়ের জন্য রাখা দেড় লক্ষ টাকা ও গয়না চুরির অভিযোগে গ্রেফতার হল দাদা। ধৃতের নাম অমিত জগওয়ানি। সে বেসরকারি ব্যাঙ্কের কর্মী। পুলিশ জানায়, অমিতের মা কাজলদেবী আমহার্স্ট স্ট্রিটে থাকেন। দিল্লিতে চাকরিরতা মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন তিনি। কাজলদেবীর অভিযোগ, অমিত ১০ অক্টোবর তাঁকে নিজের গড়িয়ার বাড়িতে নিয়ে যায়। ৮ দিন পরে বাড়ি ফিরে দেখেন, টাকা-গয়না উধাও।
আলমারি থেকে সব নিয়ে তা সযত্নে বন্ধ করা। বৃহস্পতিবার কাজলদেবী পুলিশে অভিযোগ করলে পুলিশ পরিচারিকাকে সন্দেহ করে। পরে বিশেষ সূত্রে কিছু তথ্য জেনে অমিতকে জেরা করলে সে পুলিশের কাছে চুরির কথা স্বীকার করে। ধৃতের কাছে ৪৩ হাজার টাকা-সহ কিছু গয়না মিলেছে।

দু’টি ঝুলন্ত দেহ
এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলেছে। মঙ্গলবার, গরফা থানার কালীতলায়। মৃতের নাম দ্বিজেশ ভৌমিক (৪৪)। পুলিশ জানায়, অবিবাহিত ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবারই বড়তলা থানা এলাকার মসজিদ বাড়ি লেনে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম প্রিয়া সাউ (১৫)। সে অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, এ দিন সকালে ওই কিশোরীর মা ঘরের মধ্যে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের ডাকেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। পুলিশ জেনেছে, এ দিন মায়ের কাছে বকুনি খায় প্রিয়া। সম্ভবত সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের।

প্রেসিডেন্সি নিয়ে রিপোর্ট উপাচার্যকে
জেনারেল বা জেন-এড পত্রের মূল্যায়ন নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্যের ঘরের সামনে সোমবার অবস্থান বিক্ষোভ করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। সেই দিনই উপাচার্য জানান জেন-এড পত্রের মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজা হবে। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা ছাড়াই উপাচার্য ওই ঘোষণা করায় বিতর্ক বাধে। সে কথা মাথায় রেখে মঙ্গলবার বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। এ নিয়ে একটা গোপন রিপোর্টও এ দিন উপাচার্য মালবিকা সরকারের কাছে জমা দিয়েছেন তিনি। উপাচার্য অবশ্য রিপোর্টটি এ দিন দেখেননি। রিপোর্ট দেখার পরই উপাচার্য সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তা।

পুরনো খবর:
জাল নথি, ধৃত ৫
জাল কাগজপত্র দেখিয়ে ভিসা আনতে এসে ধরা পড়ল হরিয়ানার পাঁচ যুবক। মঙ্গলবার কলকাতার আমেরিকান কনস্যুলেটে। নাম মুকেশ কুমার, রুপিন্দর সিংহ, গগনদীপ সিংহ, সুনীল কুমার এবং গুরপ্রীত সিংহ। সকলেই হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এ দিন কলকাতার আমেরিকান কনস্যুলেটে ভিসার জন্য আসে ওই পাঁচ যুবক। আমেরিকায় চাকরি করতে যাওয়ার আবেদন জানিয়ে ওই পাঁচ যুবক ভিসার আবেদন করেছিল। তাদের কাগজপত্র দেখে কনস্যুলেটের অফিসারদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। জেরা করে জানা যায়, যে সব কাগজ তারা আবেদনের সঙ্গে জমা দিয়েছে, সবই জাল। এর পরই পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে।

দুর্ঘটনা, জখম ২
বাসের উপরে লরি উল্টে পড়ে আহত হলেন দু’জন। মঙ্গলবার সন্ধ্যায়, সার্কুলার গার্ডেনরিচ রোডে। পুলিশ জানায়, যাত্রীবাহী বাস ও মালবোঝাই লরিটি রামনগর থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল। রাস্তায় বাঁক নেওয়ার সময়ে গর্তে পড়ে লরিটি উল্টে যায় বাসের গায়ে। পশ্চিম বন্দর থানার পুলিশ আহতদের হাসপাতালে পাঠায়। প্রাথমিক পরীক্ষা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দু’টি গাড়ির চালকই পলাতক।

মিটার ঘরে ধোঁয়া
মিটার ঘরে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল প্রিন্স আনোয়ার শাহ রোডের এক আবাসনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। পুলিশ জানায়, আবাসনটির নীচে একটি বেসরকারি ব্যাঙ্ক। ধোঁয়া দেখে লোকজনদের বার করে দিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি আয়ত্তে আনে। সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাঙ্ক সে দিনের মতো বন্ধ রাখা হয়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.