কালনা-মেমারি রুটের বাস চালু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
একটি বেসরকারি বাসের কর্মীদের মারধরের অভিযোগে পুলিশ দু’জনকে বুধবার সকালে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া কিশু মণ্ডল ও আমজেদ মণ্ডল সর্ম্পকে বাবা ও ছেলে। এর সঙ্গে চালু হয়ে গিয়েছে কালনা-মেমারি (ভায়া বাঘনাপাড়া) রুটের বন্ধ থাকা বাস। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কালনা-মেমারি (ভায়া বাঘনাপাড়া) রুটের একটি বেসরকারি বাসকে বাঘনাপাড়া পঞ্চায়েতের বিজাড়া এলাকায় অতিক্রম করতে যায় একটি মোটরবাইক। বাসচালক কোনও রকমে বাসের ব্রেক চেপে বাসটি দাঁড় করালে বেঁচে যান মোটরবাইক আরোহী। বাসযাত্রীদের একজন মোটরবাইক চালককে চড় মারেন বলে অভিযোগ। এর পর বাসটি কালনা বাসস্ট্যান্ডে পৌঁছায় তখন ওই মোটরবাইক আরোহীর কিছু আত্মীয় জানতে চান বাসটি কখন স্ট্যান্ড ছেড়ে যাবে। এর পর বাসটি বিজাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েক জন বাসটিকে দাঁড় করায় ও বাসের খালাসি, কন্ডাক্টর এবং চালককে মারধর করে। এই ঘটনায় মূল অভিযোগ ছিল কিশু মণ্ডলের বিরুদ্ধে। অভিযুক্তরা ধরা পড়ায় ওই রুটের বাসকর্মীরা ফের বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পুরনো খবর: কর্মীদের মারের অভিযোগে বন্ধ বাস
|
চাকরি চেয়ে ধর্নায় চাষিরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জমিদাতা চাষিদের পরিবার পিছু চাকরি, এলাকা উন্নয়নে সাহায্য এবং কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এক আবাসন সংস্থার বিরুদ্ধে আন্দোলনে নামল পশ্চিম বর্ধমান কৃষি কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। মঙ্গলবার থেকে প্রায় সাড়ে ৩০০ চাষি ও বর্গাদারদের নিয়ে বর্ধমান শহর লাগোয়া গোদা মৌজায় ওই সংস্থার অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই সংগঠনের সঙ্গে তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। ওই সংগঠনের সভাপতি আবুলওয়ারা হাফিজুল আলির অভিযোগ, “বাম আমলে এই এলাকার জমি জলের দরে অধিগ্রহণ করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা বর্ধমানের আদালতে মামলা করি। রায়ে বলা হয় প্রতি একর পিছু ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা ও বিঘে প্রতি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা আমাদের দিতে হবে। সে রায় সংস্থাটি মানেনি।” তবে এ নিয়ে ওই আবাসন সংস্থার বর্ধমান অফিসে যোগাযোগ করা হলেও তারা কোনও মন্তব্য করতে চাননি।
|
নকল মদ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কালীপুজোর আগে বর্ধমান থানার কাদিগাছি গ্রামে অভিযান চালিয়ে বেশ কিছু নকল দেশি ও বিলিতি মদ উদ্ধার করেছে বর্ধমান পূর্ব আবগারি দফতর। সদর ডেপুটি কালেক্টার সুরজিৎ সরকার জানিয়েছেন, গ্রেফতার করা হয়েছে রতন রায় নামে এক বেআইনি মদ প্রস্তুতকারীকে। আটক করা হয়েছে মদ তৈরিতে ব্যবহৃত নানা সরঞ্জাম ও কাঁচামাল। |