ক্ষোভ উগরে মইনুদ্দিনরা তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের সদ্যপ্রাক্তন কলকাতা জেলা সম্পাদক মইনুদ্দিন শামস। তৃণমূল ভবনে রবিবার শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বাম জমানার প্রয়াত মন্ত্রী কলিমুদ্দিন শামসের তিন ছেলে মইনুদ্দিন, কাউন্সিলর-ভাই নিজামুদ্দিন ও চিকিৎসক-ভাই জামালউদ্দিনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়েছে। মইনুদ্দিনকে তৃণমূলের রাজ্য সম্পাদক ঘোষণাও করা হয়েছে!
মইনুদ্দিনদের স্বাগত জানিয়ে মুকুলবাবু বলেছেন, এর ফলে তাঁদের আরও শ্রীবৃদ্ধি হবে। মুকুলবাবুর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিতে সামিল হতেই বিভিন্ন দল থেকে তৃণমূলে মানুষ আসছেন। যাঁরা এলেন, তাঁরা কাজ করার জায়গা পাবেন।” মইনুদ্দিনের ক্ষোভ, শারীরিক অসুস্থতা নিয়ে তাঁর বাবা এক বার রাজ্যসভার ভোট দিতে গিয়ে ভুল করে ফেলছিলেন। স্পিকারের সামনেই ভুল সংশোধন করে শেষ পর্যন্ত ফব প্রার্থীকেই ভোট দেন। কলিমুদ্দিনকে যে ভাবে ফব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষের কাছে অপমানিত হতে হয়েছিল, ছেলে হিসাবে তা তিনি ভোলেননি। মইনুদ্দিনের কথায়, “সেই দিনই ঠিক করলাম ফব ছাড়ব! বাবা বলেছিলেন, ভুল শুধরে যাবে। কিন্তু দেখলাম ভুল বুঝতে পারার ক্ষমতা ওঁদের নেই!” মুখ্যমন্ত্রী তাঁদের উন্নয়নে যে কাজ করছেন, তার সমর্থনে এগিয়ে আসার জন্য সংখ্যালঘু মানুষের কাছে আবেদনও জানিয়েছেন কলিম-পুত্র। মইনুদ্দিনের জায়গায় দল চালানোর প্রক্রিয়া ঠিক করতে সোমবার বসছে ফব-র কলকাতা জেলা কমিটি। |
দক্ষিণেশ্বরে মাতৃশক্তি সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রের তত্ত্বাবধানে স্বামী বিবেকানন্দের সার্ধশত সমারোহের পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির সম্বর্ধিনী বিভাগ আয়োজিত মাতৃশক্তি সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে এসেছিলেন অখিল ভারতীয় সম্বর্ধিনী প্রমুখ অলকাতাই, স্বামীজীর পৈতৃক আবাস ও সংস্কৃতি কেন্দ্র রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, ভবতারিণী মন্দির সমিতির অধ্যক্ষ কুশল চৌধুরী, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। নারীশক্তির জাগরণ নিয়ে আলোচনা হয়। ধর্মমূলক সঙ্গীত পরিবেশিত হয়। পরিবেশিত হয় নাট্য-গীতি আলেখ্য ‘উত্তিষ্ঠত জাগ্রত’। |
কোম্পানি বিষয়ক দফতরের পর এ বার আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-র তদন্তকারীরা আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে সারদা কেলেঙ্কারি নিয়ে তাঁকে জেরা করবেন। এর আগে দেবযানী মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেছিলেন ইডি-র তদন্তকারীরা। সারদা কর্তা সুদীপ্ত সেনও এখন তাঁদের হেফাজতে রয়েছেন। সূত্রের খবর, তাঁদের জেরা করে সারদা কেলেঙ্কারির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ইডি। এ বার কুণালকে তলব তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই জেরা প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে কুণাল জানিয়েছেন, সারদার ঘটনাটা এমন ভাবে সাজানো, যে কেউ প্রথমেই তাঁকেই সন্দেহ করবেন। তবে তাঁর বক্তব্য, “তদন্তে আমি আগে যে ভাবে সহযোগিতা করে এসেছি এখনও তাই করব।” |