গত কয়েক বছরে ‘এল ক্লাসিকোর’ সমার্থক হয়ে গিয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু চলতি মরসুমের এল ক্লাসিকোয় দেখা গেল আর এক মেগা জুটির যুদ্ধ। বেল বনাম নেইমার।
ম্যাচের চব্বিশ ঘণ্টা পরে কিন্তু দুই মেরুতে দাঁড়িয়ে এল ক্লাসিকোর দুই নতুন তারকা। নেইমার যদি হয়ে থাকেন নতুন ধ্রুবতারা, তবে বেল ঢাকা পড়লেন কালো মেঘে। এল ক্লাসিকো অভিষেকে নেইমার সমর্থকদের গোল উপহার দিলেও, পরিবর্ত হওয়ার আগে পর্যন্ত মাঠে নিছক দর্শক হয়েই কাটাতে হয় বেলকে।
বেলকে নিয়ে কোচ কার্লো আন্সেলোত্তির স্ট্র্যাটেজিরও কড়া সমালোচনা হচ্ছে মাদ্রিদের সংবাদমাধ্যমে। প্রায় প্রতিটা দৈনিকই প্রশ্ন তুলেছে, “গ্যারেথ বেলকে কেন সেন্টার ফরোয়ার্ডে খেলানো হল?” আন্সেলোত্তির কাছে অবশ্য একটা ব্যাখ্যা আছে। তিনি বলেছেন, “আমি দল ঠিক করি। বেল উইংগার না স্ট্রাইকার, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি চেয়েছিলাম, বেল সেন্টার ফরোয়ার্ডে খেলুক। কারণ, বুস্কেতসের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম।” |
ম্যাচের পরে খোশমেজাজে বার্সেলোনা-সতীর্থ মেসি,
পিন্টো, আলভেস ও আদ্রিয়ানোর সঙ্গে নেইমার। ছবি টুইটার।
|
দলের সবচেয়ে দামি তারকাকে আরও সময় দিতে হবে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে, সে কথা বলেছেন রিয়াল কোচ। “মাত্র কয়েকটা ম্যাচ খেলল বেল। এখনও ওর সময় লাগবে সতীর্থদের সঙ্গে সঠিক কম্বিনেশন তৈরি করতে।”
অন্য দিকে গোল করে নায়ক বনে যাওয়া নেইমারকে নিয়ে বিশেষ মাতামাতি করতে চান না জেরার্ডো মার্টিনো। বার্সেলোনার জার্সিতে এটাই নেইমারের সেরা পারফরম্যান্স নয়, সেটা মনে করিয়ে দিচ্ছেন কোচ। মার্টিনো বলেন, “নেইমার গোল পেয়েছে ঠিকই। কিন্তু বার্সেলোনার হয়ে এর চেয়েও ভাল খেলেছে ও।” আর সাঞ্চেজ? বিশ্বমানের গোল করে বার্সেলোনার জন্য জয় নিশ্চিত করেন চিলির তারকা। যার প্রশংসায় মার্টিনো বলেন, “সাঞ্চেজ আগের মরসুমের শেষের থেকেই খুব ভাল খেলছে। ও গোল পেয়েছে বলে খুব ভাল লাগছে আমার।”
১-২ গোলে হারটা অবশ্য খুব সহজে হজম করতে পারছে না রিয়াল মাদ্রিদ। তারা আঙুল তুলছে রেফারির দিকে। |
এল ক্লাসিকোর দাঁড়িপাল্লায় |
নেইমার বনাম রিয়াল |
গোল ১
গোলে শট ৩
গোলমুখী পাস ৩
ক্রস ০
সঠিক পাস ৭৬%
খেলেছেন ৮৪ মিনিট |
গোল ০
গোলে শট ০
গোলমুখী
পাস ০
ক্রস ২
সঠিক পাস ৫৪%
খেলেছেন ৬১ মিনিট |
বেল বনাম বার্সেলোনা
|
|
রেফারি উনদিয়ানো মালেঙ্কোকে কাঠগড়ায় তুলে বলা হচ্ছে- “রেফারি কি অন্ধ হয়ে পড়েছিলেন? রোনাল্ডোরটা পেনাল্টি তা কোনও বাচ্চাও বলতে পারবে।” শুধুমাত্র প্রচারমাধ্যম নয়। রেফারিকে তীব্র কটাক্ষ করে আন্সেলোত্তি বলেন, “রোনাল্ডোর উপর ফাউলটা পরিষ্কার পেনাল্টি ছিল। কিন্তু দুঃখের বিষয় সবাই সেটা দেখতে পেল রেফারি ছাড়া। তা ছাড়াও প্রথমার্ধে খেদিরার শট গিয়ে লাগে আদ্রিয়ানোর হাতে। ওটাও রেফারি দেখতে পেলেন না।”
পাশাপাশি রিয়ালকে হারালেও বার্সেলোনা কিন্তু রীতিমতো সতর্ক। রিয়াল বধের অন্যতম কারিগর আন্দ্রে ইনিয়েস্তা বলেন, “এল ক্লাসিকোতে দুই বিশ্বসেরা দল খেলে। ম্যাচে কোনও কিছু হওয়াই অসম্ভব নয়। কিন্তু ঘরের মাঠে জিততে পেরে খুব ভাল লাগছে।” সঙ্গে তিনি যোগ করেন, “দ্বিতীয় গোলটা পেয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এখন উচিত পরের ম্যাচে মনোযোগ দেওয়া। লিগ জিততে হলে সব ম্যাচেই ভাল খেলতে হবে।” |