পুলিশের আপত্তি ছিল। বিকল্প রাস্তার দাবি তুলেছিলেন যাত্রীরা। কিন্তু সে সবে আমল না দিয়েই রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিলেন শিয়ালদহ স্টেশনের সাবওয়েটি। যাত্রীদের একাংশের অভিযোগ, এ বার সকাল-সন্ধ্যায় ব্যস্ত সময়ে তাঁদের যাতায়াতের বেশ অসুবিধে হবে।
পূর্ব রেলের বক্তব্য, শিয়ালদহ স্টেশন চত্বরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশন তৈরির জন্য সাময়িক ভাবে সাবওয়েটি বন্ধ করা হয়েছে। স্টেশন হয়ে গেলে ইস্ট-ওয়েস্ট কর্তৃপক্ষ নতুন পথও তৈরি করে দেবেন। ওই রাস্তা আগের চেয়েও অনেক ভাল হবে বলে তাঁদের দাবি। এর আগে গত সোমবার রেলের পক্ষ থেকে ওই সাবওয়েটি বন্ধ করতে চাওয়া হয়েছিল। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় পুলিশ আপত্তি তোলে। ফলে তখনই বন্ধ করা যায়নি। |
ওই সাবওয়েটি দিয়ে প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। কিন্তু বিকল্প রাস্তা তৈরি না করে সেটি বন্ধ করে দেওয়ায় তাঁরা বিপাকে পড়বেন বলে যাত্রীদের আশঙ্কা। সাবওয়ে বন্ধ হওয়ায় বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে যে সব যাত্রী শিয়ালদহ স্টেশনে যাবেন, তাঁদের এখন মূল প্রবেশপথ দিয়ে যাতায়াত করতে হবে। এমনিতেই প্রায় এক বছরের বেশি সময় ধরে শিয়ালদহ স্টেশন চত্বরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। পুলিশের বক্তব্য, ইতিমধ্যেই সঙ্কুচিত হয়েছে শিয়ালদহ স্টেশনের মূল প্রবেশপথ। সেটা দিয়ে গাড়িও চলাচল করছে। তাই পুলিশেরও আশঙ্কা, অসুবিধেয় পড়বেন যাত্রীরা।
তবে পূর্ব রেল কর্তৃপক্ষ এ কথা মানতে চাননি। তাঁদের বক্তব্য, সমীক্ষায় দেখা গিয়েছে, ওই সাবওয়ে ব্যবহার করেন অল্প সংখ্যক যাত্রী। ক্রেতার অভাবে ওই সাবওয়েতে ভাড়া দেওয়া ৫০টি দোকান বন্ধ করে দিয়ে চলে গিয়েছেন মালিকেরা বহু কাল আগেই। ফলে এই সাবওয়ে বন্ধ হয়ে যাওয়ায় তেমন কোনও অসুবিধা হওয়ার কথা নয়। যদিও ইস্ট-ওয়েস্টের কাজ শেষ হওয়ার পরে তারাই আবার নতুন রাস্তা তৈরি করে দেবে। সেটা অনেক বেশি আধুনিক ও সুগম হবে।
সাবওয়েটি বন্ধ করার পরেই বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ আদক এবং পুলিশের অন্যান্য কর্তারা। রবিবার ডিসি বলেন, “মেট্রোর কাজের জন্যই সাবওয়েটি বন্ধ করেছে রেল। আশা করছি, তারাই বিকল্প ব্যবস্থা করে দেবে।” পুলিশ সূত্রের খবর, মেট্রোর কাজের জন্য ট্যাক্সি স্ট্যান্ডটিকে অন্যত্র সরানো হবে। তবে কোথায়, তা এখনও ঠিক হয়নি। কলকাতা পুলিশের পাশাপাশি শিয়ালদহের রেল পুলিশও সাবওয়ে বন্ধ করার আগে বিকল্প রাস্তা তৈরির পক্ষে। রেল পুলিশ সুপার উৎপল নস্করও বলেন, “বিকল্প রাস্তা তৈরি করা জরুরি ছিল।”
|