দু’রকম গতি মিটারে, দৌড় থামাল বিমান
নিজস্ব সংবাদদাতা |
উড়ে যাওয়ার জন্য রানওয়ে দিয়ে হু-হু করে দৌড় শুরু করেছিল বিমানটি। গতিবেগ তখন ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। আর সেই মূহূর্তে ১১৮ জন যাত্রীকে চমকে দিয়ে আচমকা ব্রেক কষলেন পাইলট! জানালেন যান্ত্রিক ত্রুটির জন্য ওড়া সম্ভব নয়। বিমানবন্দরের অফিসারদের মতে, ওই গতিবেগে আচমকা ব্রেক কষায় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো। কিন্তু, পাইলট বিমানের গতি কমিয়ে সেটিকে নিয়ে ফিরে আসেন আগের জায়গায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে, কলকাতা বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি শিলচর যাচ্ছিল। দুপুর সওয়া একটা নাগাদ গুটিগুটি সে টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে ওড়ারও অনুমতি দিয়ে দেয়। বিমানসংস্থা সূত্রে খবর, গতি বাড়ানোর পরে পাইলট দেখেন তাঁর এবং কো-পাইলটের সামনে দু’টি স্পিডোমিটারে দু’টি ভিন্ন গতি দেখাচ্ছে। ঝুঁকি না নিয়ে তিনি বিমান নিয়ে ফিরে আসেন। বিমানসংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমানটি ফিরে আসার পরে যাত্রীদের নামিয়ে সেটি সারানোর কাজ চলে। কিন্তু, বিকেলে যে সময়ে অন্য বিমান পাওয়া যায়, তখন আর শিলচর গিয়ে ফিরে আসা সম্ভব ছিল না। কারণ, সূর্যাস্তের পরে শিলচরে বিমান ওঠানামা করতে পারে না। তাই উড়ানটিকে বাতিল করতে হয়। দিল্লিকে জানানো হয়েছে ঘটনার কথা।
|
হোটেল থেকে লক্ষাধিক টাকা চুরি করে পালানোর অভিযোগ উঠল হোটেলেরই এক কর্মীর বিরুদ্ধে। হোটেলটি নিউ মার্কেট থানার লেনিন সরণিতে। শনিবার হোটেল-মালিক শামি কপূর কর্মী রাজেন্দ্র পারিদা ওরফে রাজুর বিরুদ্ধে টাকা হাতিয়ে পালানোর অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, রাজু হোটেলের ক্যাশবাক্স থেকে ৮ লক্ষ ৫৭ হাজার টাকা চুরি করেছে বলে অভিযোগ।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিদ্যাসাগর সেতুতে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। তাঁরা হাসপাতালে ভর্তি। মৃতের নাম সন্তোষ রাম (২৮)। তিনি গার্ডেনরিচের ফতেপুরের বাসিন্দা। পুলিশ জানায়, ওই তিন জন একটি মোটরবাইকে চেপে হাওড়ার দিক থেকে আসছিলেন। বিদ্যাসাগর সেতুর হেস্টিংস র্যাম্পে নামার সময়ে গাড়িটি বাইকটিতে ধাক্কা মারে। পিজিতে সন্তোষকে মৃত ঘোষণা করা হয়। গাড়িচালক পলাতক। |