টুকরো খবর |
ফ্রন্টের মনোনয়ন জমা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরভোটের আর এক মাসও বাকী নেই। কিন্তু বৃষ্টির
জন্য মেদিনীপুরে ব্যাহত হচ্ছে দেওয়াল লিখন। |
মিছিল করে মনোনয়ন জমা
দিতে যাচ্ছেন সিপিআই প্রার্থীরা। |
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
|
মনোনয়নপত্র দাখিল করা শুরু করলেন বামফ্রন্ট প্রার্থীরা। শুক্রবার সব মিলিয়ে ৭ জন ফ্রন্ট প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে ৪ জন সিপিআই, ১ জন সিপিএম, ১ জন ফরওয়ার্ড ব্লক এবং ১ জন ফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী। এ দিন ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বাকি ৪ জনই নির্দল। মনোনয়ন জমা পড়েছে অবশ্য ১৩টি। জানা গিয়েছে, সিপিআই প্রার্থী ভারতী রাণা এবং সাগর ধাড়া দু’টি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতীদেবী সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণার স্ত্রী। দলের মহিলা সংগঠন ‘পশ্চিমবঙ্গ মহিলা সমিতি’র জেলা সম্পাদিকা। প্রার্থী হয়েছেন নতুন ৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মেদিনীপুরের বিদায়ী পুরপ্রধান প্রণব বসু। এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিএমের শান্তনু দত্ত। তিনি নতুন ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। নতুন ৭ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন উত্তম গোপ। উত্তমবাবু বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী। বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ প্রথম তিন দিনে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ১৩টি মনোনয়ন জমা পড়ায় শুক্রবার সংখ্যাটা বেড়ে হল ২২টি।
|
স্ত্রী খুনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
স্ত্রীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। বৃহস্পতিবার রাতে সবং থানার পুলিশ তিলন্তপাড়া থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত নির্মল বেরার বাড়ি ওই থানা এলাকার ভেমুয়াতে। গত মঙ্গলবার রাতে বাড়ির বাইরে ঝুলন্ত অবস্থায় ধৃতের স্ত্রী মিঠু বেরার (৩২) দেহ উদ্ধার হয়। পরে মৃতার বাবা ভোলানাথ বেরা স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে তাঁর মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। বুধবারই অন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলেও স্বামী নির্মল পলাতক ছিলেন। এ দিন আত্মীয়ের বাড়ি থেকে পলাতক নির্মলকেও ধরা হয়। |
|