দোকানে নিষিদ্ধ শব্দবাজি মজুত করে গোপনে তা বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন এক বাজি ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে খড়্গপুরের খরিদায় কয়েক’টি দোকানে হানা দেয় টাউন পুলিশ। তখনই ওই বাজি আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ওই বাজির পরিমাণ প্রায় ৩০ কেজি। ধৃতের নাম বরুণ জৈন। শহরের বিভিন্ন বাজার এলাকায় এই অভিযান চলবে বলে জানিয়েছে খড়্গপুর পুলিশ।
|
অবৈধ নির্মাণ, ধৃত সাত কর্মী |
তাজপুর, মন্দারমণিতে বেআইনি নির্মাণ রুখতে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ নড়েচড়ে বসল। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তাজপুরের দু’টি হোটেলে হানা দিয়ে মোট সাত জনকে রামনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। বুধবারই মন্দারমণিতে বেআইনি নির্মাণের জন্য তিন জনকে ধরা হয়েছিল।
|
পুকুর ভরাট রুখতে পুরসভার নয়া উদ্যোগ |
পুকুর ভরাটের উপর নজর রাখতে কলকাতা পুরসভার ১৫টি বরোয় ৫০জন বেলিফকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভার পরিবেশ দফতর। কলকাতা পুর-এলাকায় কোথাও পুকুর বোজানোর খবর পেলেই সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা বেলিফরা ছবি তুলে তা পরিবেশ দফতরের ডিজি-কে জানাবেন। এ জন্য তাঁদের ডিজিটাল ক্যামেরা দেবে পুরসভা। ছবি ও বেলিফদের প্রাথমিক রিপোর্ট খতিয়ে দেখে ডিজি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি ও পরিবেশ) স্বপন সমাদ্দার জানিয়েছেন। কলকাতা পুর-এলাকায় প্রায়ই পুকুর বোজানোর কথা শোনা যায়। অভিযোগ, পুকুর বুজিয়ে অনেক প্রোমোটার বহুতল তৈরি করেন। আইন থাকতেও পুরসভা কোনও ব্যবস্থা নেয় না বলে অনেকে অভিযোগও করেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর-কর্তৃপক্ষকে পুকুর বোজানো রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।
|
উননব্বই রকমের বাজি বাতিল করে দিল কলকাতা পুলিশ। এই সব বাতিল বাজির ঠাঁই হল নিষিদ্ধ বাজির তালিকায়। শুক্রবার কলকাতা পুলিশের পক্ষ থেকে তারাতলার নেচার পার্ক সংলগ্ন মাঠে বিভিন্ন রকম আতসবাজি পরীক্ষা করার জন্য ফাটানো হয়। বাজির জন্য নির্ধারিত শব্দসীমা ৯০ ডেসিবেলের চেয়ে বেশি শব্দ করে এই সব বাজি ফাটায় বাতিল করা হয় বলে জানা গিয়েছে। |