|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
বাস্তব ও রূপকথার মেলবন্ধন |
মৃণাল ঘোষ |
পানিহাটি ও সোদপুর অঞ্চলের শিল্পীদের সংগঠন ‘পানিহাটি আর্টিস্ট ফোরাম’। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁদের সম্মেলক। অশোক দাসের ছবিতে মিশেছে বাস্তব ও রূপকথা। দিব্যেন্দু সেনগুপ্তের ফুলদানিতে ফুলের রচনাটি অলংকরণের সৌষ্ঠবে দৃষ্টি আকর্ষণ করে। |
|
রয়েছে কেকা দে-র মধুবনী আঙ্গিকে করা তিনটি পুরাণকল্পভিত্তিক রচনা। ভাস্কর্য গড়েছেন তপনকুমার দাস। এ ছাড়াও প্রদর্শনীতে ছিলেন বিমল ভট্টাচার্য, শুমা দত্ত, শঙ্করসিংহ রায়, জ্যোতিপ্রকাশ রায়চৌধুরী, ইন্দ্রজিৎ সিংহ, তপতী পাল, মৃত্যুঞ্জয় রায়, অশেষ মজুমদার, অরিন্দম মুখোপাধ্যায় ও গোপাল শীল।
|
প্রদর্শনী চলছে
উইভার্স স্টুডিয়ো: কৃতি চৌধুরী আজ শেষ।
লা মেরে: ‘দুর্গা, ২০১৩’ আজ শেষ।
তাজ বেঙ্গল: জ্যোতির্ময় আশ কাল শেষ।
অ্যাকাডেমি: গোবিন্দ সরকার ২৮ অক্টোবর পর্যন্ত।
সুজিত রায়, লোকনাথ দাস প্রমুখ ২৮ অক্টোবর পর্যন্ত।
চিত্রকূট: ‘দুর্গা- নাউ অ্যান্ড দেন’ ১ নভেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|