টুকরো খবর
‘অপহরণ’, গ্রেফতার ৩
এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, কড়েয়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন সাউথ ট্রাফিক গার্ডে কর্তব্যরত এক পুলিশকর্মী দেখেন, একটি গাড়ি থেকে এক ব্যক্তি চিৎকার করে সাহায্য চাইছেন। গাড়িটিকে আটক করে ট্রাফিক গার্ডের পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, আব্দুল নামে এক ব্যক্তিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল ওই তিন অভিযুক্ত। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আব্দুল জানান, দেগঙ্গার জয়নগরে একটি বি এড কলেজ খোলার অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য সইদুল নামে এক প্রোমোটার ৪৮ লক্ষ টাকা চান। তাঁকে অগ্রিম ২০ লক্ষ টাকাও দেন আব্দুল। বাকি টাকা না পেয়ে সইদুল তাঁকে ডেকে পাঠান। বকেয়া টাকার বিনিময়ে তাঁর নামে একটি জমি লিখে দিতে বলেন আব্দুলকে। প্রতিবাদ জানালে, আব্দুলকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান তাঁরা। গাড়িতে সইদুল ছাড়াও চালক-সহ আরও দু’জন ছিলেন। তাঁদের মধ্যে এক জন আবার পেশায় আইনজীবী। অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি ও অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে।

গার্ডেনরিচে নতুন উড়ালপুল
গার্ডেনরিচের সিক লেন থেকে ধোবিতলা হয়ে কাঁটাপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চার লেনের এই উড়ালপুলটি হবে ১৭ মিটার চওড়া। খরচ পড়বে ৩৮৪ কোটি টাকা। শুক্রবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ কথা জানান। এ দিন তিনি জানান, কাজটি হবে জেএনএনইউআরএম প্রকল্পে। উড়ালপুলের জন্য জমি দেবে কলকাতা বন্দর-কর্তৃপক্ষ। কিন্তু সমস্যা হল, যে রাস্তার উপর উড়ালপুলটি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সেখানে অন্তত তিন জায়গায় রেলের লাইন থাকবে। লাইনগুলি হল সাগর থেকে গার্ডেনরিচ পর্যন্ত ফ্রেট করিডর, সার্কুলার রেলের গার্ডেনরিচ স্টেশন ও সংলগ্ন রেল লাইন এবং বন্দর এলাকায় বর্তমানে চালু রেল লাইনটি। ফলে প্রয়োজনে প্রস্তাবিত উড়ালপুলটির নতুন নকশা তৈরি করতে হতে পারে। তাই ইতিমধ্যেই কলকাতা বন্দরের ডেপুটি চেয়ারম্যন বিকে ত্রিপাঠির নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে। তাতে থাকছেন রেল, রাইট্স এবং পুর দফতরের প্রতিনিধিরা।

প্রতারণার অভিযোগ
জাল নথি জমা দিয়ে ‘ইনপুট ট্যাক্স ক্রেডিটের’ টাকা পেতে বিক্রয়কর দফতরের কাছে দাবি জানিয়েছিল চারটি সংস্থা। কোনও কারণে সন্দেহ হওয়ায় সেই নথি তদন্ত করে বিক্রয়কর দফতর জানতে পারে জমা দেওয়া পণ্য বিক্রির নথি আসলে জাল। কোনও জিনিস বিক্রি করা হয়নি। এই ঘটনা জেনে বিক্রয়কর দফতর কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে ওই সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, বিবাদী বাগের গার্স্টিন প্লেসের কাছে অশোকা চেম্বারে সংস্থাগুলির অফিস। তারা মূলত কাঠ এবং লোহা কেনাবেচা ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রের খবর, সংস্থাগুলি জাল নথি বানিয়ে ৯ লক্ষ ২৯ হাজার টাকা দাবি করেছিল। তদন্তের জন্য কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় সমস্ত বিষয়টি জানিয়েছে।

দু’টি দুর্ঘটনা, মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার, হেয়ার স্ট্রিট থানা এলাকার ব্রেবোনর্র্ রোডের মোড়ে। মৃত শিবকুমার অগ্রবাল (৫০) কসবা থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টহলদার পুলিশ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শিবকুমারকে। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেল থেকে পাওয়া নথি থেকে ওই ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়। মৃতের পরিবার সূত্রে পুলিশ জেনেছে, হাওড়ায় দিদির বাড়ি যাচ্ছিলেন শিবকুমার। এ দিকে, বুধবার কাঁকুড়গাছি এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম তিমির মুখোপাধ্যায়। পুলিশ জানায়, এ দিন ডিএন-১৭ রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। বাসটি আটক হয়েছে।

মৃতদেহ উদ্ধার
একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে, কসবা থানা এলাকার এন কে ঘোষাল রোডে। মৃত রানা সিংহ (৩৪) ওই এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, পরিত্যক্ত ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়েরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ঘরের ভিতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মাদকাসক্ত ওই যুবক এলাকায় ছোটখাট চুরির সঙ্গে জড়িত ছিল। পুলিশের অনুমান, পরিত্যক্ত ওই বাড়িটিতে থাকছিল ওই যুবক। কোনও ভাবে তাঁর মৃত্যু হয়েছে।

হাওড়া স্টেশন থেকে মৃতদেহ উদ্ধার
হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। রেলপুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বছর পঞ্চান্নর ওই ব্যক্তিকে ১ নম্বর প্ল্যাটফর্মের দিল্লি প্রান্তে একটি সিগন্যাল পোস্টের নীচে পড়ে থাকতে দেখা যায়। রেলপুলিশ মৃতদেহটি উদ্ধার করে। রেলপুলিশ সূত্রে খবর, মৃতের মাথায় ক্ষতচিহ্ন আছে। তাঁর পরনে ছিল লুঙ্গি ও জামা। কিন্তু মৃতদেহটি কী ভাবে সেখানে এল, তা এখনও পরিষ্কার নয়। রেলপুলিশের সন্দেহ, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু এটি দুর্ঘটনা না আত্মহত্যা, রাত পর্যন্ত তা পরিষ্কার হয়নি।

চটুল নাচ, ভাঙা হল ইউনিট

সেই বিতর্কিত নাচ।
নবীনবরণ উৎসবে চটুল গানের সঙ্গে খোলামেলা পোশাক পরে নাচছেন দুই তরুণী। মঞ্চের পিছনে টাঙানো ব্যানারে তৃণমূল ছাত্র পরিষদের নাম, সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। গত ১৯ সেপ্টেম্বর গড়িয়াহাট আইটিআইয়ে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। কলেজের অনুষ্ঠানে টিএমসিপি-র ব্যানার টাঙিয়ে এমন ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের মহাসচিব, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টিএমসিপি-র সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে তিনি ওই কলেজে ছাত্র সংগঠনটির ইউনিট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার পার্থবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর ছবির সামনে, টিএমসিপি-র নাম নিয়ে যারা এই কাজ করেছে, তারা তৃণমূলের আদর্শে উদ্বুদ্ধ নয়। চরম অশ্লীল কাজ হয়েছে। নির্দেশ দিয়েছি, অবিলম্বে কমিটি ভেঙে দেওয়া হোক ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

‘শ্লীলতাহানি’
এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দেবের ভাই মান্না দেব। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এক মহিলা গড়িয়াহাট থানায় মান্নাবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, ওই দিন দুপুরে মান্না দেব জোর করে তাঁর একডালিয়া রোডের ফ্ল্যাটে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেন। পুলিশ জানিয়েছে, মান্না দেবের বাড়ি এন্টালি থানার পালবাজার লেনে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়।

গ্রেফতার ৮
একটি জুয়া ও সাট্টার ঠেক থেকে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে, তিলজলা থানা এলাকা থেকে। পুলিশ জানায়, কয়েক বছর ধরেই ওই বাড়িটিতে ঠেক চলত। খবর পেয়ে ওই রাতে আচমকা হানা দিয়ে ওই বাড়ির মালিক ভাস্কর পাল-সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৬০০০ টাকা উদ্ধার হয়েছে।

মৃতদেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির দেহ উদ্ধার হল হেস্টিংস থানা এলাকার এইচআরবিসি অফিসের কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্যান্ট ও শার্ট পরা মাঝ বয়সী ব্যাক্তির দেহটি দেখতে পাওয়া যায়। দেহে আঘাতের চিহ্ন না থাকলেও গাড়ির ধাক্কাতেই ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।

তালা ভেঙে চুরি
লেক থানা এলাকায় দুইটি পৃথক চুরির ঘটনা ঘটে শুক্রবার। যোধপুর গার্ডেন্স এলাকা থেকে এই দিন একটি বাড়ির দোতলার দরজার তালা ভেঙে সোনার গয়না ও পিতলের বাসনপত্র চুরি হয় বলে অভিযোগ। অন্য দিকে, এই দিন দুপুরেই যোধপুর পার্ক এলাকার একটি বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা চুরি হয় বলে অভিযোগ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.