|
|
|
|
মেদিনীপুরে পুরভোট |
কোন্দলের আবহেই প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কোন্দলের আবহেই প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। জারি রইল জোট-সম্ভাবনাও।
বৃহস্পতিবার মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডের ২৩টিতে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বাকি দু’জনের নামও দ্রুত জানানো হবে বলে জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “আজ ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
২টি ওয়ার্ড নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই প্রার্থীর নাম চূড়ান্ত হবে।”
পাঁচ বছর আগে, ২০০৮ সালে মেদিনীপুর পুর-নির্বাচন হয়। তখন পুরসভার ক্ষমতা দখল করে কংগ্রেস-তৃণমূলের জোট। যদিও ভোটের আগে দু’দলের জোট ছিল না। পুরপ্রধান হন তৃণমূলের প্রণব বসু। উপ-পুরপ্রধান হন কংগ্রেসের এরশাদ আলি। ঘাটাল এবং খড়্গপুর জেলার এই দুই পুরসভা আগে কংগ্রেস-তৃণমূল জোটের দখলেই ছিল। পরে অবশ্য ছবিটা বদলায়। দু’দলের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হয়। এখন ঘাটাল পুরসভা একক ভাবে তৃণমূলের দখলে। আর খড়্গপুর একক ভাবে কংগ্রেসের দখলে। মেদিনীপুরে অবশ্য এমন পরিস্থিতি তৈরি হয়নি। একটানা পাঁচ বছরই ক্ষমতায় থেকেছে জোট। এ বারও কী ভোটের পর জোট হবে? জেলা কংগ্রেস সভাপতির মন্তব্য, “আগামী দিনে কী হবে, সেটা আগামী দিনই বলবে।” গত বার ৪টি ওয়ার্ড কংগ্রেসের দখলে ছিল। এ বার? জেলা কংগ্রেস সভাপতির জবাব, “মানুষের চোখের ভাষার, মনের ইচ্ছের যা দেখেছি, তাতে মনে হয়েছে, মানুষ এ বার কংগ্রেসকে আশীর্বাদ করবেন।”
কংগ্রেসের ৩ বিদায়ী কাউন্সিলরই এ বার টিকিট পেয়েছেন। নিজের এলাকা নতুন ১৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন শম্ভুনাথ চট্টোপাধ্যায়। ২১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন মণিলাল দাস। গতবার নতুন ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন সুনন্দা খান। এ বার এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সৌমেন খান। সৌমেনবাবু শহর কংগ্রেস সভাপতি। তবে, নিজের এলাকা নতুন ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারেননি বিদায়ী উপ-পুরপ্রধান এরশাদ আলি। কারণ, এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়েছে। তিনি নতুন ২৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। দলীয় সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হতে না হতেই এ বার বেশ কয়েক’টি ওয়ার্ডে দলের কোন্দল সামনে আসে। ঠিক ছিল, বৃহস্পতিবার ২৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। শুধুমাত্র নতুন ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নামই পরে ঘোষণা হবে। এ দিন সকালে সেই তালিকায় সংযোজন হয় নতুন ১০ নম্বর ওয়ার্ডও। জেলা কংগ্রেস সভাপতি বলেন, “বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করা হল, এটিই চূড়ান্ত। পরে আমরা ইস্তেহার প্রকাশ করব।” |
পুরনো খবর: মেদিনীপুরেও বিজ্ঞপ্তি, শুরু হল মনোনয়ন পর্ব
|
|
|
|
|
|