টুকরো খবর |
আজ থেকে শুরু ফ্রন্টের মনোনয়ন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, শুক্রবার থেকে মনোনয়নপত্র দাখিল করা শুরু করবেন বামপ্রার্থীরা। মেদিনীপুর শহরে ২৫টি ওয়ার্ড রয়েছে। কোনও রাজনৈতিক দলই অবশ্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেনি এখনও। প্রথম দফায় ১০ অক্টোবর প্রার্থী তালিকা প্রকাশ করে ফ্রন্ট। ওই দিন সবমিলিয়ে ১৮টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় বুধবার আরও ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে, নতুন ১৬ নম্বর ওয়ার্ডে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি তারা। দলীয় সূত্রে খবর, যে ২৪ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, তাঁদের সকলে একদিনেই মনোনয়ন দাখিল করবেন না। অন্য দিকে, তৃণমূলও এখনও পর্যন্ত ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। নতুন ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম অঘোষিতই রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ অক্টোবর। পরের দিন মনোনয়ন পত্র পরীক্ষা হবে। ১ নভেম্বর প্রত্যাহারের দিন ধার্য্য হয়েছে। মঙ্গলবার ১টি মনোনয়ন জমা পড়ে। বুধবার ৩টি। বৃহস্পতিবার ৫টি। অর্থাৎ, তিন দিনে সবমিলিয়ে ৯টি মনোনয়নপত্র জমা পড়ল। সবক’টিই নির্দল প্রার্থীর। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন নতুন ১৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক। নতুন ৭ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেন গণেশ ভকত।
|
পরিষেবা অমিল, কর্মসূচি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পুরপ্রধান অসুস্থ তাই পুর-পরিষেবা মিলছে না। এই দাবিতে খড়্গপুর জুড়ে পথসভা ও পুরসভায় স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিল শহর তৃণমূল ও বিরোধী কাউন্সিলাররা। গত ৫ অগস্ট অনাস্থা ভোটাভুটির মাধ্যমে ক্ষমতায় এসে পুরপ্রধান পদে দায়িত্ব নেন কংগ্রেস নেতা রবিশঙ্কর পাণ্ডে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা কারণে তিনি অসুস্থ রয়েছেন। সম্প্রতি জ্বর হওয়ায় নাসিংহোমে ভর্তি রয়েছেন পথসভা। এত পুরসভায় কাজ হচ্ছে না বলে দাবি তৃণমূলের। তাঁদের বক্তব্য, পুরপ্রধান অসুস্থ থাকলে মহকুমাশাসকের কাছে ছুটির আবেদন জানিয়ে অন্য কাউকে পুরপ্রধানের ভার দেওয়া হোক। কিন্তু এখনও পর্যন্ত তা না হওয়ায় তাঁরা আগামী ১১ নভেম্বর দুপুর ৩ টেয় পুরসভায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে।
|
কংগ্রেস থেকে তৃণমূলে ৫০
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি-সহ ৫০ জন যোগ দিলেন তৃণমূলে। বুধবার রাতে খরিদায় শহর তৃণমূল কার্যালয়ে যোগ দেন তাঁরা। এ দিন শহর তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি বলেন, “কংগ্রেস শক্তি হারিয়ে ফেলেছে। তাই এই নেতারা ওই সংগঠন ত্যাগ করতে চেয়েছেন। আমরা তাঁদের সাদরে গ্রহণ করেছি।”
|
ওসি-সহ ‘ক্লোজ’ সাত পুলিশকর্মী |
কর্তব্যে ত্রুটির অভিযোগে ডেবরা থানার ওসি-সহ ৭ জন পুলিশকে ‘ক্লোজ’ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গত সোমবার ডেবরার ভরতপুরে কয়েকজন তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করছিলেন। সেই সময় তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। মঙ্গলবার পর্যন্ত দফায়-দফায় সংঘর্ষ চলে। পুলিশ দু’পক্ষের ছ’জনকে গ্রেফতারও করে। তা হলে কর্তব্যে ত্রুটি কোথায়? জেলা পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে এক জন বুধবার সকালে থানা থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে তাঁকে ধরে আনা হয়। ওই ঘটনার জন্যই ওসি কৃষ্ণেন্দু হোতা-সহ ৭ জন পুলিশকর্মীকে ‘ক্লোজ’ করা হয়েছে। তবে প্রকাশ্যে এ’কথা কেউ বলছেন না। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর শুধু বলেন, “রাজনৈতিক সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় ওই ৭ জনকে ক্লোজ করা হয়েছে।”
|
ভাইপোর হাতে খুন |
ভাইপোর হাতে খুন হলেন কাকা। ঘটনাটি বুধবার গভীর রাতে গোয়ালতোড় থানার লোগী-নোহারী গ্রামে ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশীল হাঁসদা (৩৭)। ঘটনায় অভিযুক্ত ভাইপো ডাক্তার হাঁসদাকে পুলিশ গ্রেফতার করেছে। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ। |
|