|
|
|
|
|
পুরভোটে মেদিনীপুর |
মেদিনীপুরেও বিজ্ঞপ্তি, শুরু হল মনোনয়ন পর্ব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুর পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হল মঙ্গলবার। এ দিন থেকেই শুরু হল মনোনয়নপর্ব। প্রথম দিন মনোনয়ন জমা দেন নতুন ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুমিতা বেরা। গত বার সিপিএমের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন সুমিতাদেবী। পরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এ দিন নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেছেন। সুমিতাদেবী বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমি আশাবাদী, এলাকার মানুষ এ বারও আমার পাশে থাকবেন।” মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ অক্টোবর। পরদিন মনোনয়ন পরীক্ষা হবে। ১ নভেম্বর তা প্রত্যাহারের দিন ধার্য হয়েছে। নির্বাচন হবে আগামী ২২ নভেম্বর।
আগে মেদিনীপুরে ২৪টি ওয়ার্ড ছিল। এলাকা পুনর্বিন্যাসের ফলে সদর শহরের ওয়ার্ড সংখ্যা এখন ২৫টি। অর্থাৎ, একটি ওয়ার্ড বেড়েছে। পুর- এলাকার ২৫টি ওয়ার্ডের মধ্যে সবমিলিয়ে ১১টি ওয়ার্ড সংরক্ষণের আওতায় এসেছে। এরমধ্যে মহিলা সংরক্ষিত ৯টি ওয়ার্ড। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলই পুরভোটের প্রচার শুরু করে দিয়েছে। পুজোর আগেই বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হয়। তবে, সেই তালিকা পূর্ণাঙ্গ ছিল না। কারণ, সব ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে ১৮টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঠিক ছিল, বাকি ৭টি ওয়ার্ডের প্রার্থীর নাম মঙ্গলবার ঘোষণা হবে। কিন্তু, তা হয়নি। কেন? ফ্রন্ট সূত্রে খবর, শরিকি কোন্দলের জেরে এই পরিস্থিতি। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এখনও মতবিরোধ চলছে সিপিএমের। ফব ৪টি ওয়ার্ডে প্রার্থী দিতে ইচ্ছুক। সিপিএম ২টি ছাড়তে সম্মত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি বৈঠক করেছেন সিপিএমের শহর জোনাল নেতৃত্ব। সিপিএম সূত্রের বক্তব্য, শরিকদের সঙ্গে আলোচনা করেই সমস্ত কিছু ঠিক করা হয়েছে। ফ্রন্টের সার্বিক ঐক্যই হচ্ছে। তবে, অন্যায্যা দাবি তো পূরণ করা সম্ভব নয়। এক-দু’টো আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। চেষ্টা চলছে, যাতে তাও না-হয়। অন্য দিকে, এদিনই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সব মিলিয়ে ১২টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির সিদ্ধান্ত ছিল, এ বার সবক’টি ওয়ার্ডে দলের প্রার্থী থাকবে। তা অবশ্য সম্ভব হচ্ছে না। দলীয় সূত্রে খবর, ১৭- ১৮টি ওয়ার্ডে দলীয় প্রার্থী থাকতে পারে। শহর সভাপতি অরুপবাবু বলেন, “ফের এক দফায় কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।” কংগ্রেসেরও সিদ্ধান্ত রয়েছে, এ বার সবক’টি ওয়ার্ডে দলের প্রার্থী থাকবে। তবে, মঙ্গলবার পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। কয়েকটি ওয়ার্ডে কে দলের প্রার্থী হবেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে দড়ি টানাটানি চলছে। তৃণমূলও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। রবিবার দলের ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। ঠিক ছিল, নতুন ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম সোমবারই ঘোষণা করা হবে। এরমধ্যে ২২ নম্বর ওয়ার্ডটি গতবার তৃণমূলের দখলেই ছিল। মঙ্গলবারও ওই দু’টি ওয়ার্ডে কে দলের প্রার্থী হবেন, তা জানাতে পারেননি তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার দলের জেলা চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি বলেন, “আলোচনা চলছে। শীঘ্রই নাম চূড়ান্ত হবে।” সবমিলিয়ে, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে গিয়ে হিমশিম পরিস্থিতি সব দলেরই। |
পুরনো খবর: পুরভোটে কাঁটা এখন মেদিনীপুর |
|
|
|
|
|