টুকরো খবর |
অঙ্গনওয়াড়ির চাল ও ডালে পোকা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পোকা লাগা চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, এই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। মঙ্গলবার কোলাঘাট ব্লকের আমলহাণ্ডা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের অঙ্গনওয়াড়িতে এই বিক্ষোভ চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের জন্য খিচুড়ি রান্নায় যে চাল,ডাল ব্যবহার করা হয় তাতে পোকা লেগে গিয়েছে। সেই চাল-ডাল দিয়ে রান্না করা খাবার এ দিন পড়ুয়াদের দেওয়া হয়েছিল। সে কথা জানতে পেরে গ্রামবাসীরা স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশ সামন্ত। কোলাঘাট থানার পুলিশও আসে। নতুন চাল-ডাল দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান বলেন, ‘’ ওই চাল-ডাল গত অগস্টে সরবরাহ করা হয়েছিল। তাতে পোকা লেগে গিয়েছে। রান্নার আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের সতর্ক হওয়া উচিত ছিল।” তিনি জানান, পোকা লাগা চাল-ডাল বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিককেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
|
বেআইনি পার্টি অফিস বন্ধে রং না দেখে ব্যবস্থা: শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ার বুকে বেআইনি ভাবে গজিয়ে উঠেছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয়। এই তালিকায় তাঁর নিজের দল তৃণমূলও রয়েছে বলে পরোক্ষে স্বীকার করে নিলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর বার্তা, এ ক্ষেত্রে রং না দেখেই ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে হলদিয়া পুরসভা এক বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল। সেখানেই শুভেন্দু বলেন, “শহরে বেআইনি ভাবে বিভিন্ন দলের কার্যালয় গড়ে উঠেছে। তাদের অনেকেরই বৈধ নথি নেই। কিছু সময় দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ওই কার্যালয়গুলি সরানোয় উদ্যোগী হবে পুরসভা। এ ক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হবে না।” এ কাজে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং প্রশাসন সহযোগিতা করবে বলেও সাংসদ জানিয়েছেন। রাজনৈতিক দলের মদতে বিভিন্ন শিল্পসংস্থায় হামেশাই জুলুম, তোলাবাজির অভিযোগ ওঠে হলদিয়ায়। মাঝেমধ্যে গোলমালও বাধে। এ দিন এইচসিএল, আইওসি, টাটা কেমিক্যালস, মিৎসুবিশি-সহ বেশ কয়েকটি শিল্প সংস্থার আধিকারিকের উপস্থিতিতে শুভেন্দু সমাজবিরোধীদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দিন। আমার টেলিফোন নম্বর অনেকের কাছেই আছে। সমস্যা হলে এসএমএস করুন। আমি ব্যবস্থা নেব। প্রশাসন ব্যবস্থা নেবে।”
|
ঝুপড়িতে আগুন, আহত চার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ঝুপড়িতে আগুন লেগে চার জন শ্রমিক আহত হলেন। সোমবার সন্ধ্যায় শঙ্করপুর মৎস্যবন্দরের কাছে মৎস্যজীবীদের মাছ ধরার জাল সারাইয়ের কাজে যুক্ত শ্রমিকদের ঝুপড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লিলি বেহরা নামে এক শ্রমিককে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় বড়রাঙ্কুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এ দিন আগুন লাগার খবর পেয়ে বিডিও তমোজিৎ চক্রবর্তী, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার ও রামনগর থানার ওসি পল্লব সাউ ঘটনাস্থলে যান।
|
খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুর্গাচক থানায় মঙ্গলবার সুকুমার জানার ভাই প্রদীপ জানা খুনের অভিযোগ দায়ের করেন। যদিও অভিযুক্ত হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। প্রদীপবাবুর দাবি, “খুনিরা তাঁর দাদাকে মারধর করে তাঁর মোবাইল ও সোনার আংটি কেড়ে নেয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। রবিবার রাতে মদ্যপ অবস্থায় মঞ্জুশ্রী মোড়ে ঘুরতে দেখেছিলেন টহলরত পুলিশকর্মীরা। তারপরে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।
|
কংগ্রেসের ত্রাণ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়ার জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মায়া ঘোষ, সাধারণ সম্পাদক কনক দেবনাথ, সম্পাদক দীপঙ্কর সাহু, সম্পাদিকা উর্বশী ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর ও পুরুষোত্তমপুরে যান। জলমগ্ন এলাকার দু’শোর বেশি দুর্গত বাসিন্দাকে খাবার, ত্রিপল বিলি করেন তাঁরা। দীপঙ্করবাবু বলেন, “জলমগ্ন এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়াতেই দলের তরফে এই উদ্যোগ।”
|
সেরা কাঁথির ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতর আয়োজিত শিশু বিজ্ঞান কংগ্রেসে বিজ্ঞান বিষয়ক মডেল ও প্রোজেক্ট প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম হল কাঁথির কন্টাই পাবলিক স্কুলের ছাত্রী ঋতিকা ঘোষ। ৫ অক্টোবর কলকাতায় রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশ নেওয়া পাঁচ হাজার প্রতিযোগীর মধ্যে বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধ বিষয়ক তার প্রোজেক্ট ও মডেলটি সেরা বলে বিবেচিত হয়। অষ্টম শ্রেণীর ছাত্রী ঋতিকা এ বার জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যাবে বলে পাবলিক স্কুলের প্রিন্সিপাল সমরেন্দ্র নাথ দাস জানিয়েছেন। ভোপালে ২২-২৫ ডিসেম্বর এই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে।
|
এগরায় উপনির্বাচন
নিজস্ব সংবাদদাতা • এগরা |
আগামী ২২ নভেম্বর এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। তার বিজ্ঞপ্তি জারি হল মঙ্গলবার। ২০১১ সালে কাউন্সিলর লক্ষ্মীপ্রিয়া দাসের মৃত্যুতে ওই ওয়ার্ডের আসনটি খালি হয়। ২০০৯ সালে পুর নির্বাচনে লক্ষ্মীপ্রিয়া দেবী বাম সমর্থিত কাউন্সিলর হিসেবে ভোটে জেতেন। ২০১০ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। |
|