|
|
|
|
|
পুরভোটে ঝাড়গ্রাম |
হল বিজ্ঞপ্তি জারি, প্রার্থী বাছতে হিমশিম সব দলই
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
হাতে আর ঠিক একমাস। আগামী ২২ নভেম্বর ঝাড়গ্রাম পুরসভায় ষষ্ঠ পুর-নির্বাচন হতে চলেছে। মঙ্গলবার জারি হয়ে গিয়েছে পুরভোটের বিজ্ঞপ্তিও। তবু এখনও ‘গুছিয়ে’ উঠে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বাম-তৃণমূল-সহ কোনও রাজনৈতিক দলই।
মাহেন্দ্রক্ষণ এসে গেলেও কেন এমন ছত্রভঙ্গ অবস্থা?
রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে উঠে এল নানা ব্যাখ্যা। ১৯৮২ সালে পুরসভায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই ঝাড়গ্রাম পুরসভা রয়েছে বামেদের দখলে। তবে, রাজ্যে পরিবর্তনের পর তৃণমূলের এই ভরা বাজারে সেই জয়ের ধারা কতটা ধরে রাখা যাবে তা নিয়ে সংশয়ে বাম নেতারাই। তার প্রাথমিক প্রমান মিলেছে বামেদের তরফে অসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হওয়া থেকেই। গত ১৯ অক্টোবর পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে (এ বার ১৭টি ওয়ার্ড থেকে বেড়ে হয়েছে ১৮টি) ১১টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। তার মধ্যে সিপিএম ১২টি আসনে, সিপিআই ৫টি আসনে এবং একটি আসনে ‘কৌশলগত কারণে’ নির্দলকে সমর্থন করছে বামেরা। সম্পূর্ণ প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে? পুরপ্রধান তথা সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল সম্পাদক প্রদীপ সরকার জানান, “আমরা দ্রুত প্রার্থী তালিকা প্রকাশ কবর।” তবে ‘অবাধ’ নির্বাচন হলে বামেরাই যে জয়ী হবে জোরের সঙ্গে তা জানান প্রদীপবাবু। তিনি বলেন, “মানুষকে অবাধ ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিলে ষষ্ঠবারও আমরাই জিতব। তবে সে জন্য প্রশাসনকে সুষ্ঠু ভাবে নির্বাচন করাতে হবে।”
বামেদের বক্তব্যকে আ মল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ‘টানা ৩১ বছর ওদের সুযোগ দিয়েছেন। ওরা ডাহা ফেল করেছে। এ বার ওদের বিসর্জন দিন।’ বিজয়ার কোলাকুলি কিংবা দীপাবলি ও বাঁদনা পরবের শুভেচ্ছা বিনিময়ের পর ঝাড়গ্রাম শহরে এ বার এটাই তৃণমূলের ‘থিম শ্লোগান’। বিরোধী তৃণমূলের অভিযোগ, রাস্তাঘাট, নিকাশি ও পানীয় জল এই তিনটি ক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ বামেদের পুরবোর্ড। রাজ্যের শাসক দলের দাবি, এ বার পুরভোটে সার্বিক অনুন্নয়নের জবাব দেবেন পুরবাসী। তবে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না হওয়া প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুকুমার হাঁসদা জানান, “ভালো প্রার্থী বাছাই করতে গিয়েই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে দেরী হচ্ছে।” দেরী হওয়ার জন্য দলের গোষ্ঠীদ্বন্দ্ব কী কোনও ভাবে দায়ী? সুকুমারবাবু অবশ্য সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
তৃণমূলের মতোই প্রার্থী তালিকা দেরী হওয়ার প্রসঙ্গে কংগ্রেসও একই যুক্তি দেখিয়েছে। কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দুবে বলেন, “আমরা পুরভোটের জন্য সম্পূর্ণ ভাবে তৈরি। কাজও অনেকটাই এগিয়েছে। আগামী দু’এক দিনেই প্রার্থী তালিকা প্রকাশে করব।” গত পুর-নির্বাচনে ঝাড়খণ্ড পার্টি আদিত্য একটি আসন পেয়েছিল। এ বার তারা ‘ঝাড়খণ্ড সংযুক্ত মঞ্চ’ গড়ে পুরভোটে অন্যতম প্রতিপক্ষ হতে চলেছে বলে দাবি করেছে। সংগঠনের নেত্রী চুনিবালা হাঁসদা বলেন, “আমরা সব আসনেই প্রার্থী দেব। দ্রুত আলোচনার মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
মঙ্গলবার বিজ্ঞপ্তি জারির পর কমিশন সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর মনোনয়নপত্র জমা নেওয়া হবে ঝাড়গ্রাম মহকুমাশাসকের দফতরে। ৩০ অক্টোবর হবে মনোনয়নপত্র পরীক্ষা এবং ১ নভেম্বর বিকাল ৩টে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। |
|
|
|
|
|