বাকি মাত্র ১৪ দিন। কিন্তু মেট্রোর কোনও টিকিট কাউন্টার এ বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত নতুন স্মার্টকার্ড সংগ্রহ করার ব্যাপারে কোনও তথ্য দিতে পারছে না। ফলে যাত্রীরা যথেষ্ট উদ্বিগ্ন।
মেট্রোর ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো স্মার্টকার্ডও পাল্টে যাচ্ছে আগামী ৭ নভেম্বর থেকে। যাত্রীদের বক্তব্য, এর পরে যখন নতুন কার্ড মিলবে, তখন সময় কাছে এসে পড়বে আর হাতে গোনা কাউন্টারে আছড়ে পড়বেন যাত্রীরা। ভিড়ের ধাক্কাধাক্কিতে অনেকেই প্রথম দিনে ওই কার্ড জোগাড় করতে পারবেন না। সব মিলিয়ে স্টেশনগুলিতে কার্ড কেনা নিয়ে আইনশৃঙ্খলারও অবনতির আশঙ্কা করছেন তাঁরা।
এখন মেট্রোতে প্রায় ৪ লক্ষ যাত্রীর স্মার্টকার্ড রয়েছে। সঙ্গে রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা স্মার্টকার্ডও। সব মিলিয়ে ওই সংখ্যা প্রায় সাড়ে ৪ লক্ষেরও মতো। ফলে এখনও নতুন কার্ড না পাওয়া গেলে সমস্যা হতে বাধ্য বলে যাত্রীদের একাংশের দাবি।
মেট্রো সূত্রে খবর, যাঁদের এখন ওই স্মার্টকার্ড রয়েছে, তাঁদের আগামী ৭ নভেম্বরের আগে পুরনো কার্ডটি কাউন্টার থেকে পাল্টে নিতে হবে। ওই কার্ডে যা টাকা থাকবে, তার ৬০ টাকা বাদ দিয়ে পুরোটা নতুন কার্ডে যুক্ত হয়ে যাবে। বর্তমান নিয়মে প্রতিটি স্মার্টকার্ড কিনতে হবে ১০০ টাকা দিয়ে। ৬০টাকা জমা থাকবে সিকিউরিটি চার্জ হিসেবে। বাকি ৪০ টাকা কার্ডে জমা পড়বে ট্রেনের টিকিটের জন্য। রিচার্জ শুরু হবে ১০০ টাকা থেকে। আর ১০০ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ১১০ টাকা। এই ভাবে ১০০ থেকে হাজার বা পাঁচ হাজার টাকা রিচার্জ করা যবে। সব ক্ষেত্রেই টাকার উপরে মিলবে ১০ শতাংশ বোনাস।
ছাত্র-ছাত্রীদের জন্যও নতুন ভাড়ার তালিকায় বিশেষ ছাড় দিয়েছে মেট্রো। ভাড়ায় ছাড় ৬০ শতাংশ। তবে ছাত্র-ছাত্রীদের কলেজ বা স্কুলের অধ্যক্ষের কাছ থেকে চিঠি নিয়ে ওই কার্ড কিনতে হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
তবে মেট্রোর কর্তারা জানিয়েছেন, দাম বাড়ানোর পরে মেশিনগুলিতে সমস্ত সফটওয়্যারে পরিবর্তনের কাজ শেষ হয়ে গিয়েছে। এক-দু’দিনের মধ্যেই কাউন্টার থেকে নতুন কার্ড দেওয়া শুরু হবে। এ বার মেট্রোয় একটি ট্যুরিস্ট কার্ড চালু করা হয়েছে। ২৫০ টাকার কার্ডে এক জন যাত্রী এক দিনে যত বার ইচ্ছে যাতায়াত করতে পারবেন। আর ৫৫০ টাকা দিয়ে কাটলে এক জন তিন দিন ধরে যত বার ইচ্ছে যাতায়াত করতে পারবেন। পরে দু’টি ক্ষেত্রেই সিকিউরিটির জন্য জমা রাখা ৬০ টাকা ফেরত পাওয়া যাবে।
|
পুরনো খবর: ভাড়া বাড়ল মেট্রোর |