অবশেষে মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। বদল করা হল স্টেজ বিন্যাসেও। ১৮ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। পাশাপাশি স্মার্ট কার্ডের বোনাসের পরিমাণ কমে হবে ১০ শতাংশ। সঙ্গে চালু হচ্ছে ২৫০ টাকা মূল্যের দিনভরের মেট্রো টিকিট। রেল সূত্রের খবর, ১৯৯৯-এ শেষ বার ভাড়া বেড়েছিল মেট্রোর। ২০০১ সালে সব স্টেজে ১ টাকা করে সেস বসানো হয়। |
নতুন ভাড়া |
• ০-২ কিমি |
৫ টাকা |
• ২-৬ কিমি |
১০ টাকা |
• ৬-১২ কিমি |
১৫ টাকা |
• ১২-২৪ কিমি |
২০ টাকা |
• ২৪-৩০ কিমি |
২৫ টাকা |
|
গত কয়েক বছরে বারবার দাবি উঠলেও রাজনৈতিক বাধ্যবাধকতায় ভাড়া বাড়েনি। অথচ বেড়েছে মেট্রোপথের দৈর্ঘ। রেল সূত্রে খবর, এই মুহূর্তে মেট্রোয় প্রতি ১০০ টাকা আয় করতে খরচ হয় ৩০০ টাকা। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় বলেন, “এটা কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্ত। এরা মানুষের সুবিধা-অসুবিধা বোঝে না। একেবারে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে! উত্সবের মরসুমে
এ ভাবে ভাড়া বাড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়াল কেন্দ্র। মানুষ পথে নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন।” |