মহকুমাশাসকের দফতরের সামনে গাড়ি রাখতে নিষেধ করায় নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগে ধৃত ছাত্র পরিষদের নেতা প্রীতম রায় জামিন পেলেন। বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার গাড়ি রাখা নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের গায়ে হাত দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কেয়া মণ্ডল ধৃতের ছাত্রজীবনের ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। অভিযুক্তের তরফে আইনজীবী চিন্ময় সাহা বলেন, “প্রীতম পড়াশুনো করছেন। ওঁর ভবিষ্যতের কথা ভেবেই তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক।” দার্জিলিং জেলা লোকসভা যুব কংগ্রেসের সভাপতি অভিজিত রায় চৌধুরী বলেন, “মহকুমাশাসকের দফতর চত্বরে বাইরের গাড়ি রাখা নিষেধ রয়েছে। আগের সরকার ও বর্তমান সরকার মহকুমাশাসকের দফতর সংলগ্ন এলাকায় গাড়ি রাখার ব্যবস্থা নিয়ে প্রতিশ্রুতি দিলেও এখনও কোনও কাজ হয়নি। বাইরে থেকে আসা গাড়িগুলি রাখার ব্যবস্থা করা উচিত। না হলে সাধারণ মানুষ কোথায় গাড়ি রাখবেন।” নতুন করে মহকুমাশাসকের দফতর তৈরির কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ।
|