আইটিআই কলেজের ভবন তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল জমি দাতাদের বিরুদ্ধে। ময়নাগুড়ির পেটকাটি গ্রামে ঘটনাটি ঘটে বুধবার। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, চার জন বাসিন্দা তিন বছর আগে কলেজ নির্মাণের জন্য তিন একর জমি দান করেন। মঙ্গলবার কলকাতার একটি নির্মাণ সংস্থা কাজ শুরু করতে গেলে জমি দাতারা বাধা দেন। জমিদাতাদের তরফে অনিল মণ্ডল বলেন, “আমাদের জমি নেওয়া হয়েছে। কিন্ত বিনিময়ে কী কাজ দেওয়া হবে সেটাই লিখিত ভাবে জানতে চেয়েছি। আশ্বাস না পাওয়া পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না।” পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষবাবু বলেছেন, “জমিদাতাদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা কাজ চেয়েছেন। ওঁদের আবেদনপত্র পাঠাতে বলেছি। আশা করছি দ্রুতই সমস্যাটা মিটে যাবে।”
|
ত্রিশ কিলোগ্রাম গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে শিলিগুড়ি জংশন এলাকায় তেনজিং নোরগে বাস টার্মিনাস এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃত মনু কুমার সিংহের (২৬) বাড়ি বিহারের আরা জেলায়। সে কোচবিহার থেকে পটনা যাচ্ছিল।
|
শামুকতলা-ডাঙি রাজ্য সড়কের দুই ধারের কোহিনূর চা বাগান লাগোয়া পূর্ত দফতরের জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে বাসিন্দাদের একাংশ ও কোহিনূর চা বাগান কর্তৃপক্ষ শামুকতলা থানা, পূর্ত দফতর ও মহকুমাশাসকে অভিযোগ জানান। গ্রামবাসীরা জানান, সরকারি জমি দখল হওয়ার ঘটনা প্রশাসনকে জানানো হয়। পূর্ত দফতরের সহকারী বাস্তুকার অনিল সিংহ বলেন, “দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বুধবার থেকে ফুটবল প্রতিযোগিতা শুরু মালবাজারে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, হিমালয় তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যালের অঙ্গ হিসাবে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। মালবাজার শহর লাগোয়া নিউগ্লাংকো বাগানের ময়দানে আয়োজিত ওই ফুটবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেবে।
|
আগামী ৩১ অক্টোবর শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং ডাকা হয়েছে। বুধবার বৈঠকের দিন ঠিক করে তা কমিশনারকে জানিয়ে দেন নতুন চেয়ারম্যান অরিন্দম মিত্র। তার আগে ২৬ এবং ২৮ অক্টোবর মেয়র পারিষদের বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। নতুন চেয়ারম্যান তৃণমূলের। কংগ্রেসের দখলে তারা পুর বোর্ড তাই কিছুটা হলেও চিন্তায় রয়েছে। বিষয়টি নিয়ে ডেপুটি মেয়র সবিতা অগ্রবাল বলেন, “চেয়ারম্যানের সিদ্ধান্তই কোন সভার শেষ কথা। আশা করি তিনি নিরপেক্ষ ভাবে সিদ্ধান্ত নেবেন।” চেয়ারম্যান অরিন্দম মিত্র জানান, সঠিক ভাবে কাজ করলে কোন সমস্যা নেই। তিনি বলেন, “এরকম নজির অনেক রয়েছে। যেখানে স্পিকার অন্য দলের ছিল। তখন তো কোন সমস্যা হয়নি। তবে এখানে কেন হবে।”
|
আলিপুরদুয়ার চৌপথীতে ট্রেকারের ধাক্কায় গুরুতর জখম হন এক রিকশা চালক। বুধবার এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, আলিপুরদুয়ার চৌপথী, বক্সা ফিডার রোড, শামুকতলা রোড ও পুরানো বাজারের মতো গুরুত্বপূর্ণ নানা জনবহুল এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করছে। যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এতে যানজট এবং পথ দুর্ঘটনা ঘটছে। এই ব্যাপারে আলিপুরদুয়ার মহকুমা ট্রাফিক অফিসার দিবাকর ঘোষ বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
|
ব্যবসায়ীদেরকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ এক র্যাফ জওয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাসিমারা ফাঁড়ির পুরাতন হাসিমারা চৌপতীতে। তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিপুল চন্দ্র বর্মনকে আপাতত আলিপুরদুয়ারে লাইনে ক্লোজ করা হয়েছে।
|
বুধবার ডাউন ক্যাপিটাল এক্সপ্রেস ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত গৌতম সরকার (২১)-এর বাড়ি কোচবিহারের খাকড়িবাড়ি গ্রামে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঠিক কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা দেখা হচ্ছে। |