মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে স্বাগত জানাতে তৃণমূলের তরফে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বৈঠক সেরে চলে যাওয়ার পরে শিবমন্দির এর আঠারোখাই থেকে বালাসন সেতু পর্যন্ত টাঙানো ফ্লেক্সগুলির একাংশ কেউ ব্লেড দিয়ে চিরে দিয়েছে। অনেক ফ্লেক্স খুলে ফেলে দিয়েছে। তাঁদের অভিযোগ, এই ঘটনায় কংগ্রেস ও সিপিএম-ই দায়ী। এই ঘটনায় মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের দলীয় নেতৃত্ব।
তৃণমূলের ওই অভিযোগ মানতে নারাজ সিপিএম এবং কংগ্রেস। দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেদের ঝামেলা ধামাচাপা দিতে আমাদের বিরুদ্ধে এ সব মন্তব্য করছে। আমরাও চাই ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করা উচিত।” দার্জিলিং জেলা সিপিএমের কার্যনির্বাহী সম্পাদক জীবেশ সরকার বলেন, “নিজেদের দলীয় কোন্দলের ফল মঙ্গলবারের ওই ঘটনা। আমাদের কেউ এধরনের ঘটনায় জড়িত নয়। তৃণমূলের আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।” দার্জিলিং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল বলেন, “এই ধরনের কাজ কংগ্রেস এবং সিপিএমের লোকজন করেছে। যে বা যারা ওই কাজের সঙ্গে যুক্ত তাঁদের গ্রেফতার এবং শাস্তির দাবি করছি।” তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের ছবি সম্বলিত ফ্লেক্স টাঙানো হয়েছিল। সেগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, মোট ১২টি ফ্লেক্স খুলে ফেলে দেওয়া হয়েছে। ৮ টি ফ্লেক্স ব্লেড দিয়ে চিঁড়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এধরনের কাজ করছে সিপিএম এবং কংগ্রেস। |