টুকরো খবর
তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, অভিযুক্ত সিপিএম
এক তৃণমূল কর্মীর ঘর পুড়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে উত্তেজনা ছড়াল হাসনাবাদে। প্রতিবাদে তৃণমূলের কর্মী-সমর্থকেরা স্থানীয় তালপুকুর বাজারে প্রায় চার ঘণ্টা পথ অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর ১২টা নাগাদ অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাসনাবাদের সাইমালপুর গ্রামের মৎস্যজীবী পাড়ায় বাবলু গাজির বাড়ির একটি ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। অভিযোগ, সিপিএমের অত্যাচার থেকে বাঁচতে আলম গাজি-সহ কয়েকজন ওই ঘরে আশ্রয় নিয়ছিল। তাঁদের পুড়িয়ে মারতেই ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও আগুনে কেউ হতাহত হননি। তৃণমূল নেতা সিরাজুল ঘরামি বলেন, “সম্প্রতি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের জাহাঙ্গির আলম মণ্ডল খুন হওয়ার পরে মিথ্যা অভিযোগ তুলে তৃণমূল কর্মী আলম গাজি-সহ কয়েকজনের উপরে অত্যাচার শুরু করে সিপিএম। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই আলম গাজিদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল।” যদিও সিপিএমের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কী ভাবে ঘরে আগুন লাগত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ট্রেনে আসন নিয়ে মারপিটে জখম বালক
ট্রেনে সিট পাওয়া নিয়ে মারামারিতে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং স্টেশন। বুধবার সকালের এই ঘটনায় ১২ বছরের এক বালক জখম হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেয় তার নাম মোজাফ্ফর শেখ। বাড়ি বর্ধমানের মেমারিতে। বাসন্তীর বাসিন্দা বিকাশ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় ক্যানিংয়ের মিঠাখালির বাসিন্দা নিতাই পাল ও দুলাল পালকে গ্রেফতার করেছে পুলিশ। রেল ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৮টা ২০মিনিটের আপ ক্যানিং লোকালে সিট নিয়ে নিত্যযাত্রীদের সঙ্গে সাধারণ যাত্রীদের বচসা বাধে। তা মারামারি অবধি গড়ায়। দু’পক্ষের মারামারির মধ্যে জখম হয় ওই বালক। এ দিন বর্ধমানের মেমারির কয়েক জন বাসিন্দা আগে থেকেই ওই ট্রেনে বসেছিলেন। অভিযোগ, নিতাইবাবু ও দুলালবাবু তাদের তুলে জায়গা দখল করতে চান। তখন দু’পক্ষের মারপিট বেধে যায়। রেলপুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ভাবে প্রায়ই নিত্যযাত্রীরা অন্য যাত্রীদের সিট থেকে তুলে গায়ের জোরে জায়গা দখল করেন। বিকাশবাবু বলেন, “পুজোর ছুটিতে মেমারি থেকে ক্যানিংয়ে বেড়াতে এসেছিলেন ওই যাত্রীরা। ট্রেনে তাদের বসিয়ে দিলে নিত্যযাত্রীরা তাদের সিট থেকে তুলে দিতে চায়।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ডিম-বিক্রেতার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ডিম-বিক্রেতার। বুধবার, ব্যারাকপুর রেল সেতুর কাছে। মৃতের নাম নিমাই ভঞ্জ (৩৫)। বাড়ি সোদপুরে। ব্যারাকপুরে তাঁর দোকান। পরিবার সূত্রে খবর, এ দিন সকালে সাইকেলে দোকানে যান তিনি। রাস্তার ধারে গাছের ডাল থেকে একটি তার ছিঁড়ে থাকতে দেখে হাত দিয়ে সরাতে যান তিনি। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিদ্যুৎ দফতরের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠানো হয়। বিদ্যুৎ-কর্মীদের দাবি, বৃষ্টির জন্য রাস্তায় বেশি লোক ছিল না। তাই তাঁদের কাছে খবর যেতে দেরি হয়েছে। ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস গিয়ে অন্য কয়েকটি গাছের ডাল কাটানোর ব্যবস্থা করেন। উত্তমবাবু বলেন, ‘‘রাস্তার ধারে গাছের মধ্যে দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলির দিকে খেয়াল রাখা উচিত সংশ্লিষ্ট দফতরেরই। না হলে এই ঘটনা আবার ঘটবে। পরিবারটি যাতে সাহায্য পায় দেখতে হবে।’’

লরি চাপা পড়ে মৃত্যু
লরি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন দুই পড়ুয়া। বুধবার সকালে কুলপির লক্ষ্মীকান্তপুর-ঢোলাহাট রোডে সিদ্ধিবেড়িয়া বাস মোড়ের ঘটনা। মৃতার নাম রিনা হালদার (২৮)। জখম ছাত্রদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় রাস্তায় দেহ ফেলে রেখে মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে চার ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে পুলিশ এসে অবরোধ তোলে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল পৌনে আটটা নাগাদ রিনা তাঁর ছেলে রুপম ও ভাইপো অয়নকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। সে সময়ে কুলপিগামী একটি লরি তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা লরিটি আটক করে। পুলিশ চালককে গ্রেফতার করে। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই মোড়ে বাম্পার না থাকাতেই এই দুর্ঘটনা। মাঝেমধ্যেই এমন হচ্ছে। এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন।

বাসন্তীর খুনে তদন্তের নির্দেশ ডিআইজি-কে
রাজ্য পুলিশের ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ)-কে বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি খুনে তদন্তের নির্দেশ দিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়। তিন সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে বুধবার কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত জানান। গত ৫ সেপ্টেম্বর রাতে আরএসপি-র আবু বক্কর সিদ্দিকুল ইসলাম মোল্লা ওরফে মিন্টু ইসলাম মোল্লাকে কুপিয়ে খুন করা হয়েছিল। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী কমিশনের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছিলেন। নিহতের ছেলে সাকিল আনসারি মোল্লাকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

বারাসতে উত্তেজনা
বারাসতে জাতীয় সড়কে ভ্যান রিকশা চালানো নিয়ে উত্তেজনা ছড়াল। কয়েক সপ্তাহ আগে বারাসতের ৩৪ এবং ৩৫ নম্বর জাতীয় সড়কে ভ্যান রিকশা চলা নিষিদ্ধ করেছিল পুলিশ। বুধবার ৩৪ নম্বর জাতীয় সড়কে কয়েকটি ভ্যান রিকশা দেখা যায়। পুলিশ তাদের বাধা দিলে ভ্যান চালকদের সঙ্গে পুলিশের বচসা হয়। ভ্যান চালকদের অভিযোগ, পুলিশ তাদের মারধরও করে। এরপর তাঁরা কয়েক ঘণ্টা পথ অবরোধ করে।

খুঁটি ভেঙে জখম
বিদ্যুতের খুঁটি ভেঙে জখম হলেন এক যুবক। বুধবার বিটি রোডে সাইকেলে যাওয়ার সময়ে শিবু সামন্ত নামে ওই যুবকের মাথায় খুঁটি ভেঙে পড়ে। তিনি পিজি-তে ভর্তি। পুলিশ জানায়, ওই খুঁটিতে বিজ্ঞাপনের বোর্ড লাগানো হচ্ছিল। কামারহাটি পুরসভার চেয়ারম্যান তমাল দে বলেন, বিজ্ঞাপন সংস্থাগুলি বেআইনি ভাবে বোর্ড লাগায়। আগেও এমন ঘটেছে।

হাড়োয়ার ভেড়ি নিয়ে সংঘর্ষে ধৃত ৭
মেছোভেড়ির দখল এবং দাদনের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় সাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। গত রবিবার হাড়োয়ার নাজদেপুর গ্রামে গুলি-বোমার সংঘর্ষে খুন হন নফের আলি মোল্লা এবং জামসুর আলি মোল্লা। খুনের মামলা রুজু হয় ২২ জনের বিরুদ্ধে। তদন্তে নেমে মঙ্গলবার রাতে হাড়োয়া থানার ওসি সুমিত মণ্ডল সন্দেশখালির মঠবাড়ি এবং মিনাখাঁর মালঞ্চ থেকে এদের গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ভোলা গাজি, রতন গাজি, নিশিবর গাজি, ইদ্রিশ গাজি, মহম্মদ জাকির হোসেন, গোলাম মোর্তাজা এবং বঙ্কা সর্দার। প্রথম ছ’জনের বাড়ি হাড়োয়ার হলদা ভাঙাপাড়ায় এবং বঙ্কার বাড়ি ককিলপুর গ্রামে। এরা প্রত্যেকেই তৃণমূল সমর্থক। বুধবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ জনকে সাত দিনের পুলিশ হেফাজত এবং দু’জনকে চোদ্দো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুরনো খবর:
শারদ সম্মান
ছবি: নির্মল বসু।
প্রতিমা, পরিবেশ, আলো এবং মণ্ডপের উৎকর্ষতার জন্য বসিরহাটের ১৫টি ক্লাবকে শারদ সম্মানে ভূষিত করল তৃণমূল যুবা কংগ্রেস। বসিরহাটের বদরতলা রিক্রিয়েশন ক্লাব, জাতীয় পাঠাগার ব্যায়ামপিঠ, শক্তি সংঘ, তরুণ প্রান্তিক ক্লাবকে স্মারক, মানপত্র ও ফুল দিয়ে সম্মান জানানো হয়। ভাল পুজো করার জন্য মিনাখাঁর শক্তি সংঘ, হাসনাবাদের স্পোটিং অ্যাসোসিয়েশন এবং সন্দেশখালি রাজবাড়ি দুর্গোৎসব কমিটিকে পুরস্কৃত করা হয়।

চাষ নিয়ে কর্মশালা
আয়লার পর সুন্দরবনের অধিকাংশ চাষের জমিতে লবণাক্ত জল ঢুকে পড়ায় তৈরি হয়েছে চাষের প্রতিকূল পরিস্থিতি। সেই জমিতে জিনগত উন্নত মানের ফসল চাষ করে চাষিরা কী ভাবে লাভবান হতে পারেন, তা নিয়ে মঙ্গলবার এক কর্মশালা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জয়গোপালপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্সের অর্থানুকূল্যে ও ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স টেকনোলজি অ্যাণ্ড কমিউনিকেশনস, ডিএসটি নিউ দিল্লির সাহায্যে অনুষ্ঠান হয়। প্রোজেক্টরের সাহায্যে দেখানো হয় চাষের খুঁটিনাটিও।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার মাদারতলার কাছে কালিকাপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিল্লা মণ্ডল (২৬)। বাড়ি ওই এলাকাতেই।

স্কুল থেকে চুরি
তালা ভেঙে স্কুল থেকে অনেকগুলি কম্পিউটার ও একটি প্রিন্টার চুরি হল বনগাঁর ঘাটবাওড় অঞ্চল আদর্শ বিদ্যাপীঠে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.