আট গুণ বেড়ে গেল জেট এয়ারওয়েজের লোকসান। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে তা দাঁড়িয়েছে ৮৯১ কোটি টাকা। এর আগে কোনও ত্রৈমাসিকেই এত বেশি লোকসান করেনি সংস্থা গত বছর একই সময়ে এই লোকসান ছিল ৯৯ কোটি ৭০ লক্ষ টাকা। জেট এয়ারের সঙ্গে তার কম খরচের পরিষেবা সংস্থা জেটলাইটকে ধরলে সার্বিক লোকসান দাঁড়াচ্ছে আপরও বেশি, ৯৯৮ কোটি ৫০ লক্ষ টাকা। এর জন্য মূলত তিনটি কারণকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চিফ এগ্জিকিউটিভ গ্যারি টুমে। এগুলি হল:
• টাকার দাম পড়ে যাওয়া
• বাজারে মন্দা ভাব
• কিছু বিমান বসিয়ে দেওয়া
নিট আয় অবশ্য সামান্য বেড়ে হয়েছে ৪১৯৪.৭ কোটি টাকা। গত বছরের অঙ্ক ৪১৩৭.৬৩ কোটি। বম্বে স্টক এক্সচেঞ্জে বুধবার দাখিল করা তথ্যে এ কথা জানিয়েছে জেট এয়ার।
টাকার দাম পড়তে থাকায় সাধারণ ভাবেই বিমান পরিবহণ সংস্থাগুলির জ্বালানি খরচ বেড়েছে বহু গুণ। জেট-ও তার ব্যতিক্রম নয়। এর সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দর ব্যবহারের খরচও বেড়েছে বলে জানিয়েছেন টুমে।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহির সংস্থা এতিহাদকে ২৪ শতাংশ শেয়ার এপ্রিলে বিক্রি করেছে জেট। তবে এই বিক্রি এখনও সম্পূর্ণ হয়নি। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভার সায় পেলেও এর জন্য আরও কিছু অনুমোদন চাই। |