ইউনিনরের ব্যবসা নিলামে স্থগিতাদেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নিলামের মাধ্যমে ভারতে তাদের ব্যবসা বেচতে ইউনিনরের পরিকল্পনায় স্থগিতাদেশ জারি করল কোম্পানি ল বোর্ড। তাদের ব্যাখ্যায় প্রস্তাবটি ‘অত্যন্ত চতুর’। এ ব্যাপারে সংস্থা হিসেবে ইউনিনর ও তার সিংহভাগ অংশীদার টেলিনরকে সোমবারের মধ্যেই তাদের জবাব জানাতে বলা হয়েছে। ৮ অগস্ট শুনানি হবে। বস্তুত, ইউনিনর থেকে তাদের সরাতেই এই উদ্যোগ বলে অভিযোগ তুলে ওই স্থগিতাদেশ চেয়েছিল সংস্থার ভারতীয় অংশীদার ইউনিটেক। তাদের আশঙ্কা, সংস্থার নরওয়ের টেলিনর একাই নিলামে অংশ নিয়ে পুরো অংশীদারি কিনে নেবে। এ দিনের অন্তবর্তী নির্দেশকে দুর্ভাগ্যজনক তকমা দিয়ে উচ্চ আদালতে যাবে বলে জানায় ইউনিনর।
|
পাঁচ ত্রৈমাসিক পর মুনাফা জেট গোষ্ঠীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রায় সবাইকে চমকে দিয়ে টানা পাঁচ ত্রৈমাসিকে লোকসানের পর মুনাফার মুখ দেখল জেট গোষ্ঠী। তারা জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জেট এয়ারওয়েজ এবং জেট লাইট সম্মিলিত ভাবে নিট মুনাফা করেছে ৩৬.৪ কোটি টাকা। আয়ও ৩১.৪% বেড়ে ছুঁয়েছে ৫২৭৪.৮ কোটি। আগের বছরের একই ত্রৈমাসিকে সংস্থাকে ১২৩.২ কোটি টাকা নিট লোকসান গুনতে হয়েছিল। জেট এয়ার কর্তৃপক্ষের দাবি, যাত্রী সংখ্যা বৃদ্ধি ও কড়া হাতে পরিচালন খরচে রাশ টানার ফলেই মুনাফা করা সম্ভব হয়েছে। আয় বেড়েছে ভাড়া বৃদ্ধির কারণেও। এই আশাতীত ফলের জেরে এ দিন ০.৬৯% বেড়ে গিয়েছে জেট এয়ারের শেয়ার দরও।
|
বিমান হাতে নিতে অনুমতি এআই-কে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বোয়িং-এর থেকে ৭৮৭ ড্রিমলাইনার বিমান কেনায় এয়ার ইন্ডিয়া (এআই)-কে আনুষ্ঠানিক সায় দিল মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি। ২০১৬-র মার্চ থেকে বিমানগুলি হাতে পাবে এআই।
|
ভারতে শাখা খুলতে সায় পাক ব্যাঙ্ককে
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানি লগ্নির জন্য দরজা খুলে দিয়েছে ভারত। তার পরই এ বার পাকিস্তানের দু’টি ব্যাঙ্ককে ভারতে শাখা খোলায় অনুমোদন দিল সে দেশের শীর্ষ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। |