শিল্পের সঙ্গে মমতার বিজয়া সম্মেলন ২৮শে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী সোমবার ২৮ অক্টোবর শিল্পমহলকে বিজয়া সম্মেলনে ডাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই দুর্গাপুজোর পরে শিল্পপতি ও শিল্পকর্তাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করছেন তৃণমূল নেত্রী। বুধবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আমন্ত্রণপত্র তৈরি। প্রায় ৪০০ জন অতিথির আসার কথা। দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ পার্কের এক বাড়িতে এই সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রিলায়্যান্স, টাটা, বিড়লা, জিন্দল-সহ বিভিন্ন শিল্প গোষ্ঠী ছাড়াও বণিকসভার কর্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে দাবি পার্থবাবুর। অতিথি তালিকায় রয়েছেন ইনফোসিস-সহ কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারাও।
|
এমসিএক্সে নয়া ডিরেক্টর
সংবাদ সংস্থা • মুম্বই |
পরিচালন পর্ষদে ৫ জন নতুন ডিরেক্টর নিয়োগের কথা জানাল এমসিএক্স। জিজ্ঞেশ শাহ নন এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান-এর পদটি ধরে রাখতে পেরেছেন। এমডি-সিইও পদ থেকে জাভালগেকরের ইস্তফাও গৃহীত হয়েছে।
|
বাজির বাজার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাজি বাজার শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে যে সব বাজি তৈরি হয়েছে, সেগুলিই মেলার মাঠে বিক্রি করা যাবে বলে বুধবার কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে। কোনগুলি বিক্রি করা যাবে তা দেখতে ২৫ অক্টোবর তারাতলার নেচার পার্কে বাজি পরীক্ষা করেও দেখবে পুলিশ। |