টুকরো খবর |
অপহৃতকে মারতে চায় পুলিশই, দাবি জঙ্গিদের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহৃত এনএইচপিসি কর্তা অনিলকুমার অগ্রবালকে দ্রুত উদ্ধার করা হবে বলে পুলিশের দাবি ওড়াল বড়ো জঙ্গিরা। তাদের বক্তব্য, অপহৃতকে মারতে চাইছে পুলিশই। আজ এনডিএফবি (সংবিজিৎ গোষ্ঠী)-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অপহৃতকে উদ্ধারের অজুহাতে তাদের ঘাঁটিতে অভিযান চালিয়ে অগ্রবালকেই হত্যার চেষ্টা করছে পুলিশ। এফসিআই-য়ের অপহৃত অধিকর্তা পি সি রামের হত্যাকাণ্ডের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। জঙ্গিদের দাবি, তারা ব্রহ্মপুত্র বা পাহাড়ের অন্য কোনও নদীতে বাঁধ তৈরি করতে দেবে না। সে জন্যই তাওয়াং-এ বাঁধ নির্মাণে যুক্ত অগ্রবালকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণের প্রসঙ্গে জঙ্গিদের জবাব, স্বাধীনতা সংগ্রামের জন্য কর আদায় করা তাদের জন্মগত অধিকার। যে এলাকায় তাদের বসবাস, সে সব বড়ো রাজ্যের অন্তর্গত। বহিরাগতরা তা দখল করেছে। শোণিতপুরের এসপি অরবিন্দ কলিতা এ দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অরুণাচলের পাহাড়ে অগ্রবালকে লুকিয়ে রাখা হয়েছে। দু’টি রাজ্যের যৌথবাহিনী তাঁর সন্ধান চালাচ্ছে। দ্রুত অগ্রবালকে জঙ্গিদের কবল থেকে মুক্ত করা হবে। পুলিশ সূত্রের খবর, অগ্রবালের মুক্তিপণ নিয়ে তাঁর পরিবারের সঙ্গে জঙ্গিদের দর কষাকষি চলছে। কথাও অনেকটা এগিয়েছে।
|
নির্মাণ সংস্থায় হামলা জঙ্গিদের
সংবাদ সংস্থা • ভবানীপটনা (ওড়িশা) |
রাস্তা নির্মাণকারী একটি সংস্থার অফিসে হানা দিয়ে যন্ত্রপাতি পুড়িয়ে দিল সশস্ত্র মাওবাদীরা। গত রাতে কালাহাণ্ডি জেলার মিয়াঙপদার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মহিলা-সহ প্রায় ৩০ জন সশস্ত্র মাওবাদী জঙ্গি সেখানে হানা দিয়েছিল। তিতিজহোলা থেকে জুগসাইপটনা পর্যন্ত রাস্তা তৈরির বরাত পাওয়া ওই নির্মাণ সংস্থার অফিসে হামলা চালায় তারা। কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে যন্ত্রপাতিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত লেভি সংক্রান্ত ঝামেলার জেরেই ঘটনাটি ঘটেছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মৃতু্য হয়েছে এক বাইক চালকের। সোমবার রাত ১১টা নাগাদ ধুবুরির শিঙিমারি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিতেন্দ্র নাথ রায় (৪৫)। তিনি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। গোলকগঞ্জ থানার ঢেপঢেপি গ্রামের বাসিন্দা নিতেন্দ্রবাবু মোটর বাইক চেপে বাড়ি ফিরছিলেন। শিঙিমারি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধুবুরির সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
মঙ্গলবারেই রওনা মঙ্গলে |
মঙ্গলে পা দিতে মঙ্গলবারকেই যাত্রার দিন হিসেবে বেছে নিল ইসরো। এ দিন তারা জানায়, ৫ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিএসএলভি সি২৫ রকেটে রওনা হবে মঙ্গলযান। সেই দিনটি মঙ্গলবার। আগে ঠিক ছিল, ১৯ অক্টোবর ঘোষণা করা হবে এই উৎক্ষেপণের দিন ক্ষণ। কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে খারাপ আবহাওয়া থাকায় তা পিছিয়ে শেষ পর্যন্ত এ দিন ঘোষণাটি করা হয়। ঘটনাচক্রে, এই দিনটিও মঙ্গলবার।
পুরনো খবর: ‘কৌতূহলের’ ধাঁচে চাঁদে পাড়ি দেবে ইসরো
|
খেমকার নালিশ |
প্রকাশ্য লুঠ আটকানোর চেষ্টা করাতেই তাঁকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে বলে হরিয়ানা সরকারকে জবাব দিলেন চার্জশিটপ্রাপ্ত আইএএস অফিসার অশোক খেমকা। সনিয়ার জামাই রবার্ট বঢরার সঙ্গে ডিএলএফের জমি চুক্তি বাতিল করেন খেমকা। বক্তব্য, রাজ্যের চোখে বঢরার জমি চুক্তি বাতিলই তাঁর অপরাধ।
পুরনো খবর: বঢরার জমি নিয়ে মুখ খুলেই বদলি, অভিযোগ
|
কংগ্রেসে পুনিয়া |
বুধবার রাজস্থানের জনসভায় কংগ্রেসে যোগ দেবেন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। রাজস্থানের বিধানসভা ভোটেও লড়তে পারেন তিনি। বুধবার ওই সভায় থাকবেন রাহুল গাঁধী।
|
মান্নানকে দেখতে |
দিন দুয়েক আগে দিল্লি বিমানবন্দরে পড়ে গিয়ে পা ভেঙেছে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। মঙ্গলবার রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এলেন তৃণমূল সাংসদ সোমেন মিত্র। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
|
আসারামের আশ্রমে আগুন |
জনরোষের মুখে এ বার আসারামের আশ্রম। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা গুজরাতের ভালসাদে ধর্মগুরু আসারাম বাপুর আশ্রমে ভাঙচূর চালাল। শুধু ভাঙচূর চালিয়েই ক্ষান্ত হয়নি তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় আশ্রমের বেশ কিছুটা অংশে। মঙ্গলবারের এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। বছর ষোলোর এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলেন আসারাম। বুধবার তাঁকে আবার আদালতে তোলা হবে।
পুরনো খবর: আসারামের আর্জি খারিজ
|
রাহুলের নামে মামলা |
কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধীর নামে দু-দু’টি পৃথক মামলা দায়ের করল মধ্যপ্রদেশ বিজেপি। ১৭ অক্টোবর শাহডোল সমাবেশ চলাকালীন রাহুল আদিবাসীদের নিয়ে বেশ কিছু খারাপ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তাই বিজেপি মামলার সিদ্ধান্ত নিয়েছে।
|
বিস্ফোরক উদ্ধার |
জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচল হাজো। আজ সকালে হাজোর নয়নপুর এলাকায় একটি গোলাকার জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হয়। পরীক্ষার পর বিশেষজ্ঞরা জানান, সেটি একটি আইইডি। পুলিশের সন্দেহ, পরেশপন্থী আলফার কোনও সদস্য বোমাটি রেখে গিয়েছিল। |
|