নাবালকদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে, উদ্বিগ্ন প্রণব
পরাধের গুরুত্ব এবং অপরাধীর বয়স সংক্রান্ত বিতর্ক প্রশমনে দ্রুত ঐক্যমতে পৌঁছতে হবে বলে মনে করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
আজ গুয়াহাটিতে উত্তর-পূর্বের রাজ্যগুলির বার কাউন্সিল আয়োজিত ‘চিলড্রেন অ্যান্ড ল’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “শুধু ভারত নয়, গোটা বিশ্বে শিশু ও নাবালক সংক্রান্ত আইনে অপরাধীর বয়স সংক্রান্ত সংশোধন নিয়ে বিতর্ক চলছে। অপরাধের গুরুত্ব এবং আইন, দু’দিকেই ভারসাম্য রেখে নাবালকদের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ করতে হবে।”
অসম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচলপ্রদেশ এবং সিকিমের বার কাউন্সিলের সুবর্ণজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন অসমের রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়েক, নাগাল্যান্ডের রাজ্যপাল অশ্বিনী কুমার, অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি, ভারতীয় বার কাউন্সিলের চেয়ারম্যান মাননকুমার মিশ্র, গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অভয়মনোহর সাপ্রে, অসমের রাজস্বমন্ত্রী পৃথ্বী মাঝি।
বার কাউন্সিলের চেয়ারম্যান তাঁর বক্তব্যে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়ে বলেন, দেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী এবং বিচারপতি নিয়োগে স্বজনপোষণে বার কাউন্সিল ক্ষুব্ধ। এ নিয়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার আর্জি জানান মিশ্র। প্রণববাবু জানান, বিচারব্যবস্থার রূপরেখা বদলের সময় এসেছে। নাগরিকদের দাবি, নিত্যনতুন অপরাধের ধারার সঙ্গে তাল মিলিয়ে এবং ভবিষ্যতের প্রয়োজনগুলির কথা মাথায় রেখে ওই সংস্কার করতে হবে।
শিশু অধিকার রক্ষা ও শিশুদের উপরে যৌন নির্যাতন প্রসঙ্গে তাঁর আক্ষেপ, ছ’বছর ধরে শিশুদের উপরে যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। তা আশঙ্কার বিষয়। শিশুদের সুরক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদেরই সচেতনতার অভাবে সমস্যা বেড়েছে। প্রণববাবু বলেন, “এ সংক্রান্ত আইন বদলের দাবি উঠেছে। বলা হচ্ছে, অপরাধের উপর ভিত্তি করে বয়স নির্বিশেষে কঠোর সাজা দেওয়া হোক। বিশ্বজুড়ে নাবালকদের মধ্যে অপরাধ-প্রবণতা যে হারে বাড়ছে, তাতে সামগ্রিকভাবেই ‘জুভেনাইল জাস্টিস’ আইন নিয়ে ভাবনাচিন্তা চলছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.