পাক সেনার চোখ রাঙানিতে সীমান্তের গ্রামে বন্ধ নির্মাণকাজ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের সফরের দিনেই নিয়ন্ত্রণরেখার কাছে কেরন গ্রামে ‘মডেল ভিলেজ’ তৈরির কাজ বন্ধ রাখতে বাধ্য করল পাকিস্তানি সেনা।
সম্প্রতি এই কেরন সেক্টরেই অনুপ্রবেশকারী জঙ্গিদের একটি বড় দলের বিরুদ্ধে অভিযানে নেমেছিল সেনাবাহিনী। প্রায় ১৫ দিন ধরে চলেছিল সেনা অপারেশন। ৮ অক্টোবর অভিযান শেষের কথা ঘোষণা করেন নর্দার্ন কম্যান্ডের প্রধান সঞ্জীব চাচরা। চাচরা এবং সেনাপ্রধান বিক্রম সিংহ সে দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, অনুপ্রবেশকারী জঙ্গিদের পিছনে পাক সেনার মদত রয়েছে। আজ কেরন গ্রামে যা ঘটল, তাতে ওই এলাকায় পাক সেনার গতিবিধি ফের প্রমাণিত হল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এ দিন পুঞ্চেও ভারতীয় সেনার বেশ কয়েকটি পোস্টে মর্টার হামলা চালায় পাক সেনা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। রাতে শিন্দের সফরশেষে জম্মুর আরনিয়া আন্তর্জাতিক সীমান্তে একাধিক সেনাশিবির এবং জনবসতি এলাকা লক্ষ করে গুলি চালায় পাক সেনা। এ দিনই যদিও দু’দেশের সেনা কর্তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। কিন্তু পাক সেনা যে থামার কোনও লক্ষণই দেখাচ্ছে না, আজ দিন থেকে রাত পর্যন্ত তার প্রমাণ মিলেছে।
নিয়ন্ত্রণরেখার একেবারেই কাছে কুপওয়ারা জেলার গ্রাম কেরন। সেখানে সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে ‘মডেল ভিলেজ’। রাস্তা, ফুটপাথ, বাচ্চাদের পার্ক ছাড়াও হবে কমিউনিটি হল ও লাইব্রেরি। গ্রামের উপসরপঞ্চ নাসির আলি খান জানান, বাচ্চাদের পার্ক, কমিউনিটি হল ও লাইব্রেরি হলের কাজ হচ্ছিল কৃষ্ণগঙ্গা নদীর তীরে। কুপওয়ারারই টান্ডিপোরা এলাকার ঠিকাদাররা ওই কাজ করছিলেন। গ্রাম থেকে মাত্র ২০০ মিটার দূরে পাক অধিকৃত কাশ্মীর। নাসিরের দাবি, আজ সেখান থেকে সাত সশস্ত্র পাক সেনা এসে হুমকি দেয় কাজ বন্ধ করতে হবে। তা না হলে ফল ভাল হবে না। তাদের হুমকির পরে ঠিকাদাররা আর কাজ করেননি। পাক-অধিকৃত কাশ্মীরের সীমান্তে তিনটি পতাকাও তোলে ওই পাক সেনা। তারা জানায়, পাক সেনার বড় কর্তাদের নির্দেশেই এ কাজ করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী তখন কী করছিল? নাসির জানিয়েছেন, তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন। সে কথা মেনে নিয়েছে সেনা ও পুলিশও। সেনা মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি শীর্ষ কর্তাদের জানানো হয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। কুপওয়ারা জেলার সহকারী উন্নয়ন কমিশনার জানান, কেরনের পরিস্থিতি দেখতে আগামিকাল সেখানে একটি দল পাঠাবেন তাঁরাও।
কেরন গ্রাম কারনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তার মাত্র ৪০ কিলোমিটার দূরে টাংধর শহরে আগামিকাল যাওয়ার কথা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। পাকিস্তান বারবার সংঘর্ষবিরতি ভাঙায় নিয়ন্ত্রণরেখার কাছে বিভিন্ন এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত কালই কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেও অনুরোধ করেছিলেন। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত সফরেও তাঁর সঙ্গী ছিলেন ওমর। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীও।
আজ স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে প্রথমে জম্মুর সাম্বায় বিএসএফের সদর দফতরে আসেন। সংঘর্ষবিরতি ভাঙা ও অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির কথা তাঁকে জানান বিএসএফ কর্তারা। সাম্প্রতিক বন্যায় সীমান্তের বেড়ার ক্ষতির কথাও জানানো হয় শিন্দেকে। এর পর কঠুয়া ও আখনুর জেলার সীমান্ত আজ হেলিকপ্টারে ঘুরে দেখেন শিন্দে। ২৬ সেপ্টেম্বর এই কঠুয়া জেলার পাহাড়পুর এলাকা দিয়েই জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল বলে ধারণা গোয়েন্দাদের। তারা হীরানগর থানা ও সাম্বায় সেনা ছাউনিতে হামলা চালায়। নিহত হন এক লেফটেনান্ট কর্নেল-সহ ১০ জন।
এ দিন সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে শিন্দে বলেন, “অনুপ্রবেশে মদত দিতে লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সঈদ নিয়ন্ত্রণরেখায় এসেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।” তাঁর কথায়, “আমাদের জওয়ানদের মনোবল তুঙ্গে। তাঁরা দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন। আমি তাঁদের বলতে চাই, পাকিস্তানের প্রতিটি বুলেটের জবাব দিন। দেশ আপনাদের পাশে আছে।” তবে বিজেপির অভিযোগ, কেন্দ্র সীমান্তে পাক সেনা-জঙ্গি সক্রিয়তা রুখতে একেবারেই ব্যর্থ।
হীরানগর-সাম্বায় জঙ্গি হামলার দু’দিন পরেই ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন মনমোহন সিংহ। সেখানে ঠিক হয়েছিল, নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে কথা বলবেন দু’দেশের সেনার ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)। ঘটনাচক্রে আজই প্রথম সেই কথা হয়েছে। পাক সেনা-কর্তার সঙ্গে কথা বলেছেন ভারতের ডিজিএমও বিনোদ ভাটিয়া। কিন্তু তার পরেও নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সংঘর্ষবিরতি ভাঙা যে অব্যাহত রয়েছে, কেরন এবং পুঞ্চের ঘটনাই তার প্রমাণ। এই অবস্থায় বিজেপির দলীয় মুখপাত্র মুখতার আব্বাস নকভি এ দিন মন্তব্য করেছেন, “মনমোহন-নওয়াজ বৈঠকের পরে অনুপ্রবেশ ও সংঘর্ষবিরতি ভঙ্গের ঘটনা ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। পাকিস্তান ভারতের সঙ্গে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে। আমরা জবাব দিতে পারছি না।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.