টুকরো খবর
দুর্যোগে ক্ষতি ২৭টি বাঁধের
এ বারের দুর্যোগে পশ্চিম মেদিনীপুরে সব মিলিয়ে ২৭টি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব বাঁধগুলো মেরামত করতে প্রয়োজন ৭ কোটি ৭৬ লক্ষ টাকা। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে রাজ্যে। প্রয়োজনীয় অর্থ চেয়েও দরবার করা হবে। জেলা প্রশাসন সূত্রে এ খবর জানা গিয়েছে। গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। জেলার ২৯টি ব্লকের মধ্যে ২৬টি ব্লকেই কম বেশি দুর্যোগের প্রভাব পড়ে। এর মধ্যে জলমগ্ন হয়ে পড়ে ১১-১২টি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত ব্লকগুলোর মধ্যে রয়েছে গোপীবল্লভপুর- ১ এবং ২, সাঁকরাইল, নয়াগ্রাম, কেশিয়াড়ি, দাঁতন-১, মোহনপুর। সুবর্ণরেখা নদী ছাপিয়ে এই সব ব্লকে জল ঢোকে। অন্য দিকে, কংসাবতী নদী ছাপিয়ে প্লাবিত হয় ঘাটাল, দাসপুর-১, খড়্গপুর-২, মেদিনীপুর সদর, কেশপুরের বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে বেশ কয়েকটি বাঁধ ভাঙে। কয়েকটিতে ফাটল ধরে। দাসপুর-১ এর বালিপোতায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। মেদিনীপুর সদর ব্লকের মহাতাবনগর, চকদৌলত সহ কয়েকটি এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। জলের স্রোতে কয়েকটি এক্স জমিদারি বাঁধে ধসও নামে। যে কোনও সময় এই সব বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যেতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখে বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।

পুরনো খবর:

ডিসেম্বরে বই মেলা
আগামী ডিসেম্বর মাসে কাঁথিতে মহকুমা বই মেলা হবে। দশ দিন ব্যাপী এই বইমেলার প্রস্তুতি নিয়ে শনিবার কাঁথি পুরসভার সভাকক্ষে সাংসদ শিশির অধিকারীর উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে বিধায়ক দিব্যেন্দু অধিকারী, বইমেলা কমিটির সম্পাদক শ্যামল শঙ্কর সাহু, সহ-সম্পাদক ধীরেন্দ্র নাথ পাত্র, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান-সহ শহরের বহু বুদ্ধিজীবী মানুষ উপস্থিত ছিলেন। বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানান, আগামী ১৩ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কাঁথি মহকুমা বইমেলা হবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাস্কৃতিক প্রতিযোগিতা থাকছে। বইমেলা কমিটির প্রধান ও মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলার দুই সাংসদ শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী। সভাপতিত্ব করেন হরিসাধন দাস অধিকারী।

পঞ্চায়েত প্রধানের স্বামীর অপমৃত্যু
বিষক্রিয়ায় মৃত্যু হল পঞ্চায়েত প্রধানের স্বামীর। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজার এলাকার পারিট গ্রামে। রবিবার সকালে কোলাঘাট থানার পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ দরা (৪৪)। স্থানীয় পুলিশিটা পঞ্চায়েতের সিপিএম প্রধান প্রীতিকণাদেবীর স্বামী বিশ্বনাথবাবু পেশায় ছিলেন হোমিপ্যাথি চিকিৎসক। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে প্রীতিকণাদেবী আত্মীয় বাড়িতে চলে যাওয়ায় শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন বিশ্বনাথবাবু। সকালে প্রতিবেশীরা বাড়ির মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে। পুলিশের অনুমান, অ্যাসিড জাতীয় কিছু খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

কাঁসাইয়ে তলিয়ে নিখোঁজ কিশোর
কাঁসাই নদীতে জাল ফেলে মাছ ধরার সময় স্রোতের টানে তলিয়ে গেল এক কিশোর। রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার গোবিন্দনগর এলাকায় বেলদা গ্রামে ঘটনাটি ঘটে। সৌরভ জানা নামে বছর ষোলোর ওই কিশোর এদিন গ্রামবাসীদের সঙ্গে কাঁসাই নদীতে মাছ ধরছিল। সকাল সাড়ে ৮টা নাগাদ আচমকা ওই কিশোর নদীতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে নদীতে নেমে সন্ধান চালায়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পাঁশকুড়ার থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু ওই কিশোরের সন্ধান মেলেনি।

১৬ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা স্থগিত
জলমগ্ন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে মোট ১৬টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। আজ, সোমবার থেকে ২৫ অক্টোবর, শুক্রবার পর্যন্ত রাজ্যের সব জেলায় পরীক্ষার হওয়ার কথা। অন্য জেলায় পরীক্ষা হলেও পূর্ব মেদিনীপুরের ১৪টি এবং পশ্চিম মেদিনীপুরের ২টি কেন্দ্রে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

সেরা ঠিকরা জাগরণ
ঠিকরা জাগরণ সঙ্ঘ রামনগর থানা এলাকার সেরা গ্রামীণ পুজোর স্বীকৃতি পেল। ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানে জাগরণ সঙ্ঘের সম্পাদক সুধাংশুশেখর দে’র হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ফুটবল প্রতিযোগিতা

বিভূতিভূষণ মাইতি স্মৃতি পি.এস.এ কাপ ফুটবল উৎসব ২০১৩ শুরু হল রবিবার। এগরা-২ ব্লকের পানিপারুল হাইস্কুল মাঠে সাত দিন ব্যাপী ওই প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছে। রবিবার প্রতিযোগিতার উদ্বোধনে ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস ও মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস, এগরা-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুণ্ডা। ২৬ অক্টোবর ফাইনাল খেলা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.