কর ফাঁকির অভিযোগ আদনান সামির বিরুদ্ধে |
ভিসার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অবৈধ ভাবে ভারতে থাকার দায়ে গত মঙ্গলবার আদনান সামির হাতে নোটিস ধরিয়েছিল মুম্বই পুলিশ। ভিসার মেয়াদ তিন মাস বাড়ায় সেই সমস্যা থেকে সাময়িক স্বস্তি মিললেও ফের নতুন সমস্যার মুখোমুখি পাক গায়ক আদনান সামি। পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে সোমবার ডেকে পাঠাল সার্ভিস ট্যাক্স বিভাগ। এক আধিকারিকের কথায়, গত ১৫ অক্টোবর আদনানের বিরুদ্ধে পরিষেবা কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তিনি আরও বলেন, আদনানকে জেরা করেই ফাঁকি দেওয়া করের পরিমাণ জানা যাবে। সেই কারণেই তাঁর কাজ সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে সোমবার সার্ভিস ট্যাক্সের দফতরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
|
প্রয়াত মালায়লম সঙ্গীত পরিচালক কে রাঘবন |
মারা গেলেন মালায়লম সঙ্গীত জগতের বিখ্যাত পরিচালক কে রাঘবন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। পরিবার সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তিনি মালায়লম সঙ্গীতকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। সঙ্গীত জগতের পাশাপাশি গত পাঁচ দশক ধরে তিনি মালায়লম চলচ্চিত্র শিল্পের সঙ্গেও জড়িত ছিলেন। সহকর্মী ও অনুরাগীদের কাছে ‘রাঘবন মাস্টার’ নামে খ্যাত এই শিল্পী ১৯৫০-এ মালায়লম ছবি ‘নীলাক্কুইল’ ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা পান। প্রখ্যাত গীতিকার পি ভাস্করণের সঙ্গে ষাট ও সত্তরের দশকে অনেক বিখ্যাত সঙ্গীত উপহার দিয়েছেন। পাঁচ দশকের সঙ্গীত পরিচালকের জীবনে তিনি চারশোরও বেশি ছবিতে কাজ করেছেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি ছবিতে নিজে গানও গেয়েছেন। নির্মলায়ম, উথারায়ানম, নাগারামেন্দি, উন্নিয়ার্চা, রামানন ও কল্লিচেলাম্মা— ছবিগুলি তাঁর উত্কৃষ্ট সুরসৃষ্টির পরিচয় বহন করে। |