স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে আই লিগ মহারণের আটচল্লিশ ঘণ্টা আগে চূড়ান্ত নাটকে জড়ালেন ওডাফা ওকোলি। তাও আবার চোট সারিয়ে ফেরার লড়াইয়ে।
বৃহস্পতিবার যুবভারতীর অ্যাস্ট্রোটার্ফে অনুশীলন করতে গিয়ে আবার চোট পেলেন মোহনবাগানের ‘গোলমেশিন’। এ দিন মাঝপথেই উরুতে সমস্যার জন্য মাঠ ছাড়তে হয় ওডাফাকে। নতুন করে চোট পেয়ে স্পোর্টিং ম্যাচে খেলা নিয়ে এমনিতেই প্রশ্নচিহ্ন রয়ে গেল ওডাফার। তার ওপর আবার মোহনবাগানের চোখের মণির চোট নিয়ে ধোঁয়াশা রেখে দিল ক্লাব। এ বারের চোট অত গুরুতর না হলেও মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বলেন, “দেখা যাক ওডাফার চোট নিয়ে ডাক্তার কী বলে। ওডাফা কবে খেলতে পারবে এখনই বলা যাচ্ছে না।”
ক্লাব কর্তাদের মতোই ওডাফার চোট নিয়ে প্রশ্নচিহ্ন রেখে দিলেন মোহনবাগানের কোচ করিম বেঞ্চারিফা। অনুশীলন শেষে মোহনবাগান কোচ বলেন, “মাসল চোট সারতে এমনিতেই সময় লাগে। মাঝে মাঝে এক মাসও লাগে সারতে। এই মুহূর্তে ওডাফার সমস্যা হচ্ছে অনুশীলন করতে। ডাক্তার পরামর্শ দিয়েছে জিম করার। এখনও সময় লাগবে ওডাফার পুরোপুরি ফিট হতে।” এ দিন প্রথম পর্বের অনুশীলন সারলেও, সিচুয়েশন প্র্যাক্টিসের সময় মাঠের বাইরে ফিজিওর সঙ্গেই সময় কাটাতে হয় ওডাফাকে। তাই কোচ হয়তো ধরেই নিয়েছেন যে স্পোর্টিং ম্যাচে ওডাফাহীন দল সাজাতে হতে পারে! বিষাদের সুরেই করিম বলেন, “চার বিদেশি থাকলে অবশ্যই দল শক্তিশালী হয়। ওডাফা ও ইচের মতো ফুটবলারদের বিকল্প হয় না। তবুও দলের ওপর ভরসা আছে।”
ওডাফা-নাটকের পাশাপাশি এ দিন শিলং-এর দল রাংদাজিদের সঙ্গে রবিবার খেলতে নামার আগে যুবভারতীতে অনুশীলন করল আবদুল আজিজের মহমেডান। কয়েক দিন আগেই টোলগের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আজিজ। এ দিন হাত মিলিয়ে যেন ‘মিশন শিলং’-এর আগে সমস্ত ঝামেলা পাশে ফেলে দিলেন আজিজ ও টোলগে। শুক্রবার সকালেই শিলং-এর উদ্দেশ্যে রওনা দেবে গোটা মহমেডান দল। যদিও দলের সঙ্গে যেতে পারবেন না দুই বিদেশি। চোটের জন্য আগেই অনিশ্চিত ছিলেন লুসিয়ানো সাব্রোসা। কিন্তু লুসিয়ানোর সঙ্গে আর এক বিদেশি পেন ওরজিও যেতে পারবেন না। পুরো অনুশীলন সারলেও, কোচের মতে এখনও পুরোপুরি ফিট নন পেন। আজিজ বলেন, “পেন খুব চেষ্টা করছে পুরোপুরি ফিট হওয়ার জন্য। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও সময় লাগবে ওর।” |