মরসুম শুরুর আগেই ধাক্কা বাগানে
প্র্যাক্টিসে চোট পেয়ে আই লিগের
প্রথম দু’ম্যাচে অনিশ্চিত ওডাফা
রসুমের প্রথম বল গড়ানোর আগেই চোট থাবা বসাল মোহনবাগানে। প্র্যাক্টিসে অচমকা চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন মোহন-অধিনায়ক ওডাফা ওকোলি!
পরিস্থিতি যা, তাতে আই লিগের প্রথম দুই ম্যাচে (২২ সেপ্টেম্বর, বেঙ্গালুরু এফসি এবং ২৮ সেপ্টেম্বর, চার্চিল) সম্ভবত ওডাফাকে পাওয়া যাবে না বলে শোনা যাচ্ছে। এমনকী তৃতীয় ম্যাচেও (১০ অক্টোবর, পুণে এফসি) তাঁর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
বুধবার সকালে যুবভারতীতে সিচুয়েশন প্র্যাক্টিসের সময় হঠাৎ-ই ওডাফাকে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়তে দেখা যায়। প্রথমে তো কেউ কিছু বুঝতেই পারেনি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে করিম গিয়ে ওডাফাকে সোজা করে বসানোর পর দেখা যায়, যন্ত্রণায় ছটফট করছেন মোহন-অধিনায়ক। কোনওমতে ধরে ধরে তাঁকে মাঠের বাইরে বের করা হয়। এর পর এমআরআই করাতে সোজা নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে। পরে জানা যায়, ওডাফার ডান ঊরুর ওপরের পেশিতে চোট লেগেছে। যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘কোয়াড্রিসেপ মাসেল ইনজুরি’।

ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়ছেন ওডাফা। বুধবার। —নিজস্ব চিত্র
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের চোটের ক্ষেত্রে সুস্থ হতে সাধারণত ১৫ দিন লেগে যায়। তার পর মাঠে নেমে ম্যাচ ফিট হয়ে উঠতে আরও ১৫ দিন লাগে। মোহনবাগান ক্লাবসূত্রের খবর, ওডাফা কোনও ভাবেই এক মাসের আগে মাঠে নামতে পারছেন না। মোহন সচিব অঞ্জন মিত্র বললেন, “ডাক্তার দেখিয়েছে ওডাফা। ওর সুস্থ হতে মোটামুটি ১৫ দিন লেগে যাবে। এর পর দেখা যাক কবে ও ম্যাচ-ফিট হয়ে উঠতে পারে।”
এ দিকে, মরসুমের শুরুতেই চোট নিয়ে দলের এক নম্বর স্ট্রাইকার মাঠের বাইরে চলে যাওয়ায় দুশ্চিন্তার গভীর ভাঁজ সবুজ-মেরুন কোচ করিম বেঞ্চারিফার কপালে। এ দিন বিকেলে তাঁকে ফোনে ধরা হলে বললেন, “ওডাফাকে না পাওয়াটা আমাদের কাছে বড় ক্ষতি।” পাশাপাশি যেন নিজেকে কিছুটা আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, “ওডাফা শারীরিক ও মানসিক ভাবে ভীষণই শক্তিশালী। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বলেই আমি আশা করছি।”
হঠাৎ পাওয়া এই চোটের কারণে ওডাফা নিজেও বেশ হতাশ হয়ে পড়েছেন। বললেন, “সিজন শুরুর আগে চোট পাওয়াটা যে কোনও ফুটবলারের কাছে বড় ধাক্কা। দলের অধিনায়ক হয়ে যদি শুরু থেকে আই লিগ খেলতে না পারি, খুবই দুর্ভাগ্যজনক হবে। আমি দ্রুত সুস্থ হওয়ার জন্য একশো শতাংশ চেষ্টা করব। ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন।”
ইস্টবেঙ্গলের সুয়োকা, জেমস মোগার চোট নিয়ে যখন বেশ চাপে মার্কোস ফালোপা, তখন মোহন-অধিনায়কের চোট রাতের ঘুম কেড়ে নিল করিমেরও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.