|
|
|
|
সেমিনারে সিনিয়রদের না থাকা নিয়ে ক্ষোভ সিএবি-তে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডোপিং এড়াতে ক্রিকেটারদের শিক্ষিত করে তোলার সেমিনারে বাংলার সিনিয়র দলের বেশ কয়েকজন সদস্যের না থাকা নিয়ে ক্ষোভ সিএবি-র মধ্যেই। যদিও এই সেমিনারের উদ্যোক্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের ডোপিং নিরোধক বিভাগ অনুপস্থিত ক্রিকেটারদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। তবে তাঁদের চিহ্নিত করে যে রিপোর্ট জমা পড়বে বোর্ডে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার ইডেনের ক্লাব হাউসে বাংলার সিনিয়র ও অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে যে সেমিনার হয়, তাতে সিনিয়র দলের কয়েকজন ক্রিকেটার ছিলেন না। এই নিয়ে সিএবি-র কিছু কর্তা বেশ ক্ষুব্ধ। তাঁদেরই একজন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, “এই সেমিনারে ওরা না থেকে ভাল করেনি। এখানে থাকা বাধ্যতামূলক ছিল। নিয়ম অনুযায়ী এর জন্য বোর্ড চাইলে ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।” তবে বোর্ডের ডোপিং নিরোধক বিভাগের প্রধান ডা. ভেস পেজ এ দিন মুম্বই থেকে ফোনে বলেন, “শুনলাম সেমিনারে অনেকে থাকতে পারেনি সিএবি-তে। যারা থাকতে পারেনি, তাদের নিয়ে আর একটা সেমিনার করব।” সিএবি-তে যোগাযোগের অভাব কেন, তা বোঝা গেল যুগ্মসচিব সুজন মুখোপাধ্যায়ের কথায়, “অন্যান্য জায়গায় সিনিয়র দলের অনেকেই এই সেমিনারে একাধিকবার থেকেছে। সে জন্যই আমাদের অনূর্ধ্ব ২৫ কোচ জয়দীপ মুখোপাধ্যায়কে বলি কয়েকজনকে বেছে নিয়ে ওখানে পাঠাতে। সেমিনারে থাকা বাধ্যতামূলক নয়।” অনুপস্থিত এক ক্রিকেটারও একই কথা বলেন। তবে ডা. পেজ জানান, এটা বাধ্যতামূলকই। তবে কোনও ক্রিকেটারের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছেন না। নিয়ম অনুযায়ী সেমিনারে কারা ছিলেন ও ছিলেন না, সেই রিপোর্ট বোর্ডকে দেবেন। |
|
|
|
|
|