এক বিপদের আশঙ্কায় কাটল আর এক বিপদ। অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাজে যোগ দিতে রাজি হলেন ধর্মঘটী বিদ্যুৎকর্মীরা। অন্ধ্র ভাগ করে তেলঙ্গানা তৈরির বিরুদ্ধে ছ’দিন ধরে কাজে যোগ দেননি তাঁরা। তবে কাল মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডির সঙ্গে বৈঠকে তাঁরা জানিয়েছিলেন, আন্দোলনে না তুললেও ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দেবেন।
বিদ্যুৎকর্মীদের ধর্মঘটের আওতা থেকে বাদ দেওয়া হয়নি হাসপাতালের মতো জরুরি পরিষেবাকেও। বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজ্যের এক বড় অংশের জনজীবন। শনিবার অন্ধ্রের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ দুপুরে বিদ্যুৎকর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন কিরণকুমার। ঘূর্ণিঝড়ের সময়েও ধমর্ঘট চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি বুঝে কাল ভোর ছ’টায় কাজে যোগ দিতে রাজি হন বিদ্যুৎকর্মীরা। তবে প্রয়োজনে ফের ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা।
রাজ্য ভাগের বিরুদ্ধে অনশনে বসে আগেই অসুস্থ হয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডি। কাল রাতেই তাঁকে জোর করে নিজাম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যায় পুলিশ। জগন সেখানেও অনশন চালাতে চাইলে তাঁর অবস্থা দেখে ঝুঁকি নেননি চিকিৎসকরা। আজ কংগ্রেস তথা কেন্দ্রের বিরুদ্ধে তেলঙ্গানা নিয়ে অপপ্রচারের অভিযোগ করেছে ওয়াইএসআর কংগ্রেস।
সম্প্রতি কংগ্রেস দাবি করে, তেলঙ্গানা তৈরি সমর্থন করেছিলেন জগনের বাবা প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি। আজ ওয়াইএসআর কংগ্রেস নেতা এম ভি মাইসুরা রেড্ডি বলেন, “ওয়াইএসআর দ্বিতীয় রাজ্য পুনর্গঠন কমিশন সমর্থন করেছিলেন। তেলঙ্গানা নয়। কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে।”
আজ রাজ্য ভাগ নিয়ে সিপিএম, সিপিআই, ডিএমকে ও বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন ওয়াইএসআর কংগ্রেস নেতারা।
তেলঙ্গানা-বিরোধী আন্দোলনে বিধ্বস্ত হয়েছিল বিজয়নগরম। পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকালে সেখানে কার্ফু শিথিল করা হয়েছে। গোলমালে জড়িত সন্দেহে ২৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খুঁজতে বিশেষ দল গঠন করেছে পুলিশ। |