|
|
|
|
মমতার সঙ্গে ফোনে কথা জগনের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি |
অনশনরত জগন্মোহন রেড্ডি বুধবার দুপুরে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, “আমরা সব সময়েই এই ভাবে ছোট ছোট রাজ্য ভাগের বিরুদ্ধে। আপনাদের সঙ্গে আমাদের তাই এই প্রশ্নে কোনও নীতিগত তফাৎ নেই। সঙ্গে আছি।”
ইতিমধ্যে অনশনরত জগনের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করে অনশনস্থল থেকে তুলে নিয়ে যায় হাসপাতালে।
রাজ্যভাগের বিরোধিতায় জগন যখন অনশনে বসেছেন, সেই সময় তাঁর মা বিজয়আম্মা আজ দিল্লিতে এসে দেখা করলেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহের সঙ্গে। জগনের মা রাজনাথকে অনুরোধ জানান, বিজেপি যেন লালকৃষ্ণ আডবাণীর পুরনো সূত্র মেনেই চলেন। যেখানে আডবাণীর প্রস্তাব ছিল, বিধানসভায় রাজ্য ভাগের প্রস্তাব পাশ হবে, নয়তো রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে তা করা হবে। তবে তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে অন্ধ্র বিধানসভায় বিল পাশ হওয়া মুশকিল। যদিও কংগ্রেস নেতৃত্ব আগেই স্পষ্ট করেছেন, রাজ্য বিধানসভার মত মানতে বাধ্য নয় কেন্দ্র। কেন্দ্র তেলঙ্গানা গঠনের ঘোষণার পর অন্ধ্রে বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছে কংগ্রেস। জগনের মা আজ দেখা করতে এলেও তাঁরা যে বিজেপির সঙ্গে জোট বাধবেন, এমনটি মনে করছেন না দলের নেতৃত্ব। বরং বিজেপি মনে করছে, জগন কংগ্রেসের বিরোধিতা করলেও তাদের সঙ্গে সমঝোতা রয়েছে। যদিও তেলঙ্গানা হাত থেকে ফস্কে গেলে বিজেপি সীমান্ধ্রের আবেগকে কাজে লাগিয়ে এই বিলটি পিছোনোর চেষ্টা করতে পারে। কিন্তু প্রকাশ্যে তেলঙ্গানার সমর্থনে সওয়াল করে সেখান থেকে পিছিয়ে আসাও কঠিন বলে ধারণা বিজেপি নেতৃত্বের। |
|
|
|
|
|