টুকরো খবর |
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ২ |
|
উদ্ধারকাজ। বুধবার দিল্লিতে রয়টার্সের তোলা ছবি। |
বাণিজ্যনগরীর পর এ বার খাস রাজধানীতে ভেঙে পড়ল বাড়ি। ১৫০ বছরের পুরনো একটি বাড়ি ভেঙে প্রাণ হারালেন দু’জন। আহত হয়েছে এক জন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে। কিছু মাস আগেই একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে মুম্বইয়ের কাছে ঠানেতে ১০ জনের মৃত্যু হয়েছিল। আহত কমপক্ষে ৪৪। পুলিশ সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আজাদ মার্কেটের ওই তিনতলা বাড়িটি ভেঙে পড়ে। মৃত দু’জনের মধ্যে এক জন ওই বাড়ির মালিক। নাম মহম্মদ নাক্কি। বয়স ৬৫ বছর। অন্য জন তাঁর ছেলে মহম্মদ নাফিস। মহম্মদ নাক্কির আরও এক ছেলে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সিন্ধু পিল্লাই বলেছেন, “বাড়িটি অনেক পুরনো। এর আগে বাড়ির মালিককে নোটিসও পাঠানো হয়েছিল।” প্রতিবেশী মহম্মদ আক্রম বলেন, “বাড়িটি ভেঙে পড়বে আগে বুঝিনি। যখন ভেঙে পড়ল তখন মনে হল একটা ভূমিকম্প হয়েছে।”
|
সমন ভি কে সিংহকে |
প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহকে সমন পাঠানো হবে বলে জানাল জম্মু-কাশ্মীরের বিধানসভা। ভি কে সিংহ সেনাপ্রধান থাকার সময়েই তাঁকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। অবসরের পরেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সেনা গোয়েন্দা বিভাগে তাঁর গড়ে তোলা দফতর ‘টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট’-এর (টিএসডি) বিরুদ্ধে কিছু চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল সংবাদমাধ্যমের একাংশ। তাদের দাবি, ওই দফতর জম্মু-কাশ্মীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। সে জন্য জম্মু-কাশ্মীরের মন্ত্রী গুলাম হাসান মিরকে টাকাও দিয়েছিল তারা। তার পরই সাংবাদিক বৈঠক করে নিজের মত জানান প্রাক্তন সেনাপ্রধান। ভি কে-র কথায়, “নির্বাচন এগিয়ে আসছে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে কাজ করছেন।” বুধবার জম্মু-কাশ্মীরের বিধানসভার স্পিকার মুবারক গুল বলেন, “ভি কে সিংহ কেন মন্ত্রীকে টাকা দেওয়ার কথা বলেছেন, সে কথাই জানতে চাওয়া হবে তাঁর কাছ থেকে।”
|
বিপাকে মুলায়মের স্ত্রী-ছেলে |
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তির তদন্ত বন্ধ হয়েছে। এ বার তাঁর স্ত্রী সাধনা এবং ছেলে প্রতীকের বেনামী সম্পত্তি নিয়ে তদন্ত করার জন্য আয়কর দফতরকে বলল সিবিআই। তারা আয়কর দফতরকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, লখনউয়ে মা ও ছেলের প্রায় কোটি টাকার বেনামী সম্পত্তি রয়েছে। মুলায়মের বিরুদ্ধে তদন্ত চলাকালীন অখিলেশ সিংহ যাদব জানিয়েছিলেন, প্রতীক যখন ছোট ছিল, তখন তাঁর নামে ওই বেনামী সম্পত্তি নিজের কাছে রেখেছিলেন সাধনা। যার সঙ্গে মুলায়মের কোনও সম্পর্ক নেই।
|
মেট্রোয় সওয়ার মইলি |
কথা দিয়ে কথা রাখলেন তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। তেল বাঁচাতে প্রতি বুধবার কাজে যান বাসে বা মেট্রোয়, সবাইকে বলেছিলেন মন্ত্রী। এই বুধবার তিনি নিজে সেটাই করলেন। নয়াদিল্লির মেট্রো রেলে তাই এ দিন ভিআইপি যাত্রীকে দেখতে পান নিত্যযাত্রীরা। তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। দিল্লির রাস্তায় নথিভুক্ত গাড়ির সংখ্যা ৭৫ হাজার। তাই মইলি বলেন, “মন্ত্রীরা লাল বাতি নিভিয়ে একটা দিনও বাসে বা মেট্রোয় নিজের কাজের জায়গায় পৌঁছলে যথেষ্ট তেল বাঁচবে।”
|
পোস্টার বিক্ষোভ |
স্ত্রীকে দুশ্চরিত্র বলে চিহ্নিত করে শ্বশুরবাড়ির চারপাশে পোস্টার লাগিয়ে দিল এক ব্যক্তি। ওই ঘটনায় শোরগোল পড়েছে পূর্ণিয়ার সদর থানার পোলো গ্রাউন্ড এলাকায়। অভিযোগ পেয়ে মহিলার থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্ত্রীকে জোর করে যৌনব্যবসায় নামানোর চেষ্টা করছিল ওই যুবক। বাধা দেওয়ায় সে এই কাজ করেছে।
|
গুলিতে হত জঙ্গি |
নিরাপত্তবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল এক আলফা জঙ্গি। মঙ্গলবার ঘটনাটি ঘটে অসম-মেঘালয় সীমানার বকোতে। বকোর শালবাড়ি এলাকায় পাঁচজন জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল। কামরূপ গ্রামীণ ও মহানগর পুলিশের সঙ্গে সেনা জওয়ানরা সেখানে হানা দেন। ঘণ্টাখানেক দু’পক্ষে গুলি বিনিময় চলে। ঘটনাস্থলেই মুনিন হাজরিকা নামে এক জঙ্গির মৃত্যু হয়।
|
সম্পত্তি বাজেয়াপ্ত |
গত মাসে মুজফ্ফরনগরে গোষ্ঠীদ্বন্দ্বে ইন্ধন দেওয়ার অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও যে সব রাজনৈতিক নেতা আত্মসমর্পণ করেননি তাদের সম্পত্তি বাজেয়প্তের প্রক্রিয়া শুরু করল প্রশাসন। এঁদের মধ্যে রয়েছেন বিএসপি সাংসদ কাদির রানা, বিএসপি বিধায়ক মৌলানা জামিল, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী সঈদুজামার মতো নেতারা।
|
আদিবাসীকে ধর্ষণ |
১৮ বছরের এক আদিবাসী মেয়েকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বানঝার গ্রামে। অভিযুক্তদের মধ্যে এক জনকে ধরেছে পুলিশ।
|
|