|
|
|
|
মোদীর জনসভার আগেই বিহার ছাড়বেন রাষ্ট্রপতি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিহারে একই দিনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফর ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সভা নিয়ে বিতর্ক মিটল। আগামী ২৬ অক্টোবর বিহারে রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান রয়েছে। সেটি সেরে ওই দিনই তিনি দিল্লি ফিরে যাবেন। তার পরের দিন, অর্থাৎ মোদীর সভার আগের দিন রাষ্ট্রপতির যে অনুষ্ঠানটি হওয়ার ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
পটনায় নরেন্দ্র মোদীর ‘হুঙ্কার সভাকে’ ঘিরে ছয় মাস প্রস্তুতি নিচ্ছে বিজেপি। নীতীশ কুমার সঙ্গ-ছাড়ার পর সভাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিজেপির কাছে। এই সভার আয়োজন নিয়ে নীতীশের সরকারের সঙ্গে বিজেপির টানাপোড়েনও অব্যাহত। এর মধ্যেই খবর আসে, মোদীর সভার দিনই রাষ্ট্রপতির অনুষ্ঠান রয়েছে বিহারে। এর পরেই বিজেপি নেতারা অভিযোগ তোলেন, এটি নীতীশের ষড়যন্ত্র। তাঁদের বক্তব্য, রাষ্ট্রপতির নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসলে মোদীর সভা বানচাল করতে চাইছেন নীতীশ। আজ বিহারের দুই বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি ও শাহনওয়াজ হোসেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানান, স্বয়ং প্রণববাবু তাঁদের জানিয়েছেন, ২৬ তারিখে বিহারে গিয়ে সেই দিনই দিল্লি ফিরবেন তিনি। মোদীর সভার দিন তাঁর সফরকে ঘিরে আর বিতর্ক থাকছে না।
বিজেপি নেতাদের দাবি, তাঁদের আবেদনেই রাষ্ট্রপতি মোদীর সভার দিন বিহারে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, মোদীর সভার সঙ্গে প্রণববাবুর সফর কাটছাঁটের সম্পর্ক নেই। ২৬ অক্টোবর, শনিবার আইআইটি-র অনুষ্ঠানে যাবেন তিনি। পরের দিন, অর্থাৎ ২৭ অক্টোবর সামাজিক উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে বিহারের আরা-য় রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রক নিজেরাই চিঠি দিয়ে অনুষ্ঠানটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২৬-এর অনুষ্ঠান শেষ করেই দিল্লি ফিরে আসবেন রাষ্ট্রপতি।
এই সফর কাটছাঁটের নেপথ্যে যা-ই থাক, বিজেপির বক্তব্য, নীতীশের কৌশল ব্যর্থ হয়েছে। নীতীশ গোড়া থেকেই মোদীর সভা বানচালের চেষ্টা করছিলেন। প্রথমে গাঁধী ময়দানের অনুমতি দেওয়া হচ্ছিল না। পরে রাষ্ট্রপতির সফরকেও এর মধ্যে জুড়ে গোল বাধানোর চেষ্টা করেছিলেন। বিজেপি নেতাদের বক্তব্য, মোদীর নামে ভয় পেয়েই জোট ছেড়েছেন নীতীশ। এ বারে মোদী তাঁর রাজ্যে পা রাখতে আসছেন শুনে আরও ভীত। বিজেপি-সঙ্গ ছাড়ার পরে আতঙ্কিত নীতীশ এখন কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে মরিয়া।
জেডিইউ নেতা শরদ যাদব বিজেপির অভিযোগ উড়িয়ে বলেছেন, “রাষ্ট্রপতির সফরে বিহার সরকারের কোনও ভূমিকা ছিল না। বিজেপি এটিকে নিয়ে রাজনীতি করছে। মোদীকে আমরা কেন ভয় পাব? ভয় পেলে তো জোটই ছাড়তে হত না।”
তবে গোটা ঘটনায় উজ্জীবিত বিজেপি এখন রাষ্ট্রপতির প্রশংসায় পঞ্চমুখ। শাহনওয়াজ বলেন, “রাষ্ট্রপতি আমাদের সকলের। মোদীর সভার দিনে রাষ্ট্রপতির যাতে অসুবিধা না হয়, তা নিয়ে উদ্বেগ ছিল আমাদের। মোদীর সভার জন্য প্রস্তুতি নিচ্ছিই। এখন রাষ্ট্রপতি বিহারে গেলে তাঁকে বরণ করতেও হাজির থাকব।”
|
পুরনো খবর: মোদী-প্রণব একই দিনে পটনায়, বিতর্ক তুঙ্গে |
|
|
|
|
|