টুকরো খবর
শেয়ার নিলামের জট খুলতে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক আজ
হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর শেয়ার নিলামের জট খুলতে আজ বুধবারই বৈঠকে বসছে মন্ত্রিগোষ্ঠী। সরকারি সূত্রে খবর, নিলামে পরামর্শদাতা সংস্থা ডেলয়েটের সঙ্গে শেয়ারের ন্যূনতম দর ( রিজার্ভ প্রাইস) নিয়েও আলোচনা করবে রাজ্য সরকার। সোমবার পেট্রোকেমের সরকারি শেয়ার কিনতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল ছাড়া দরপত্র জমা দেয়নি আর কেউই। সে ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলকেই ওই শেয়ার বিক্রি করা নিয়ে কোনও আইনি জটিলতা তৈরি হতে পারে কি না, তা নিয়ে আলোচনায় বসছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সংশ্লিষ্ট সূত্রে খবর, দরপত্র ফেলে রাখা যাবে না। কিন্তু সেই দরপত্র খোলার আগে ন্যূনতম দর নিয়ে আলোচনাও জরুরি। সাধারণত এ ধরনের নিলামে আগ্রহী ক্রেতাদের ন্যূনতম দর জানিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে তা হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, একটি মাত্র দরপত্র জমা পড়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ইন্ডিয়ান অয়েল রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়ায় এ ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন ওঠার সম্ভাবনা কম। সরকারি সূত্রে খবর, তবুও ঝুঁকি নিতে নারাজ রাজ্য। এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার পর ডেলয়েটের কাছে সুপারিশ জানাবে মন্ত্রিগোষ্ঠী। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডেলয়েটকেই নিতে হবে। সেই সিদ্ধান্ত ১০ অক্টোবরের মধ্যেই ঘোষণা করা হবে বলে আগে থেকেই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

পুরনো খবর:

চলতি অর্থবর্ষে দেশে এই প্রথম বাড়ল গাড়ি বিক্রি
বিক্রি বৃদ্ধির হার নেহাতই সামান্য। তবুও উৎসবের মরসুমে কিছুটা অন্তত সুখবর আনল গাড়ি শিল্প। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি যাত্রী-গাড়ি বিক্রি হল দেশের বাজারে। সার্বিক ভাবে ব্যবসার চাকা এখনও ঘোরেনি। কিন্তু এ বার পুজোর মরসুমে ব্যবসা বাড়বে বলেই আশায় বুক বাঁধছে গাড়ি সংস্থাগুলি। চলতি অর্থবর্ষের গোড়া থেকেই গাড়ি বিক্রি তলানিতে। সুদ ও জ্বালানির দাম বৃদ্ধির জেরে গাড়ি কেনা থেকে বিরত থাকছেন অনেকেই। সেই চাকা সামান্য হলেও ঘোরার ইঙ্গিত মিলেছে মঙ্গলবারের পরিসংখ্যানে। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে, সেপ্টেম্বরে দেশে যাত্রী-গাড়ি বিক্রি হয়েছে ১,৫৬,০১৮টি। যা গত এপ্রিল থেকে সর্বাধিক। অবশ্য গত বছরের সেপ্টেম্বরের তুলনায় বিক্রি বেড়েছে মাত্র ০.৭৩%। কমেছে ইউটিলিটি ভেহিকল ও বাণিজ্যিক গাড়ির বিক্রি। সিয়ামের প্রেসিডেন্ট বিক্রম কির্লোস্কর বলেন, “সংখ্যার বিচারে সেপ্টেম্বর ছিল যাত্রী ও দু’চাকার গাড়ি বিক্রির পক্ষে সবচেয়ে ভালো মাস। আশা করব, এই গতি বজায় থাকবে।” তবে অর্থনীতির যা হাল, তাতে অর্থবর্ষে শেষ পর্যন্ত যাত্রী-গাড়ি বিক্রির বৃদ্ধি আদৌ ঘটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের। কির্লোস্করের মতে, উৎসবের মরসুমে খুব ভালো কিছু না ঘটলে সে রকম হওয়ার সম্ভাবনা বেশ কম।

পুরনো খবর:

বেঙ্গল লিডস হতে পারে কলকাতাতেই
তৃতীয় ‘বেঙ্গল লিডস’-এর প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। মুখ্যসচিব সঞ্জয় মিত্র মঙ্গলবার নবান্নে ১২টি দফতরের সচিবদের নিয়ে এই শিল্প-সম্মেলন নিয়ে বৈঠক করেন। সেখানে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, জানুয়ারিতে তৃতীয় বেঙ্গল লিডসের আসর বসবে কলকাতায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। গত জানুয়ারিতে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে দ্বিতীয় বেঙ্গল লিডসের আসরে তিনি ঘোষণা করেছিলেন, তৃতীয় সম্মেলন হবে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে। এ দিনের বৈঠকে হাজির এক আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী চাইলে আসনসোল-দুর্গাপুরে আগামী বেঙ্গল লিডসের আসর বসতে পারে। রাজ্য সরকারের এক শীর্ষ কর্তা বলেন, “অন্যান্য বারের মতো এ বারেও এই শিল্প-সম্মেলন হবে তিন দিনের। মমতার সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে লগ্নি টানার জন্য ওই শিল্প-সম্মেলন করছে প্রশাসন। প্রথম বছর ইএম বাইপাসের ধারে মিলনমেলায় এই সম্মেলন হয়েছিল। দ্বিতীয় সম্মেলন হয় হলদিয়ায়। তাতে ভিন্ রাজ্যের শিল্পপতিদেরও আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন দফতর স্টল দেয়। তবে আগের দু’টি সম্মেলন তেমন সফল হয়নি।

পুরনো খবর:
উৎসবে সুদে ছাড়
উৎসবের মরসুমে ভোগ্যপণ্য ও গাড়ি ঋণে সুদ ২৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। সুদ কমাতে কেন্দ্রের সুপারিশের পর তারাই প্রথম তা করল। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে স্টেট ব্যাঙ্কও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.