নগদের জোগান বাড়াতে পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের
নিজস্ব প্রতিবেদন |
বাজারে নগদের জোগান বাড়াতে ফের এক বার স্বল্পমেয়াদি ঋণে সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কিংয়ের পরিভাষায় মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (এমএসএফ) রেট নামে পরিচিত ওই সুদ ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯% করল তারা। সপ্তাহ দুয়েক আগেই ঋণনীতি পর্যালোচনার সময় তা ১০.২৫% থেকে কমিয়ে ৯.৫০% করার কথা জানিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। সামান্য ব্যবধানে দু’দফায় এমএসএফ রেট ১২৫ বেসিস পয়েন্ট কমাল তারা। এমনিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছে দীর্ঘ মেয়াদে যে সুদে ঋণ নেয়, তা হল রেপো রেট। কিন্তু তার বাইরেও অনেক সময় বিশেষ প্রয়োজনে হঠাৎ করে (প্রায় রাতারাতি) ধার নিতে হয় তাদের। ওই ধরনের স্বল্পমেয়াদি ঋণ এমএসএফ খাতে নেয় ব্যাঙ্কগুলি। আর ওই ধারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক যে সুদ নেয়, তাকেই বলে এমএসএফ রেট। বিশেষজ্ঞদের মতে, এই হার কমায় দু’ভাবে উপকৃত হবে ব্যাঙ্কগুলি। প্রথমত, স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের খরচ কমবে। আর দ্বিতীয়ত, সুগম হবে নগদ টাকা পাওয়ার পথ। এর ফলে কল-মানি সহ স্বল্পমেয়াদি ঋণে সুদের হার আরও কমবে বলেও মনে করছেন ব্যাঙ্ক কর্তারা। উল্লেখ্য, ব্যাঙ্কগুলি দায় ও সম্পদের মধ্যে সামঞ্জস্য রাখতে অতি স্বল্প মেয়াদে যে ঋণ নেয়, তাকেই বলে কল মানি। তবে এমএসএফ রেট কমায় সাধারণ ঋণে সুদ কমার সম্ভাবনা নেই বলেই বিশেষজ্ঞদের দাবি। |
স্টেট ব্যাঙ্কের প্রথম মহিলা কর্ণধার
সংবাদসংস্থা • মুম্বই |
অরুন্ধতী ভট্টাচার্য। ছবি: পিটিআই। |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০৭ বছরের ইতিহাসে প্রথম মহিলা কর্ণধার হিসেবে নিযুক্ত হলেন অরুন্ধতী ভট্টাচার্য। সোমবার এক বিবৃতিতে নতুন চেয়ারপার্সন হিসেবে ৫৭ বছরের অরুন্ধতী দেবীর নাম ঘোষণা করে দেশের বৃহত্তম ব্যাঙ্কটি। ওই পদে গত ৩০ সেপ্টেম্বর অবসর নেওয়া প্রতীপ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। ১৯৭৭ সালে প্রোবেশনারি অফিসার হিসেবে স্টেট ব্যাঙ্কে যোগ দেওয়ার পর দীর্ঘ ৩৬ বছর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অরুন্ধতী দেবী। কাজ করেছেন রিটেল, ট্রেজারি ও কর্পোরেট ফিনান্স বিভাগে। ব্যাঙ্কের শীর্ষ পদে উঠে আসার ঠিক আগে ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার ছিলেন তিনি। দেশের প্রথম সারির অনেক ব্যাঙ্কেই এখন মহিলা কর্ণধার। এলাহাবাদ ব্যাঙ্কে শুভলক্ষ্মী পানসে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভি আর আইয়ার, আইসিআইসিআই ব্যাঙ্কে ছন্দা কোছর, অ্যাক্সিস ব্যাঙ্কের শিখা শর্মা এবং এইচএসবিসি ইন্ডিয়ার নয়নালাল কিদওয়াই। তালিকায় যুক্ত হল অরুন্ধতীদেবীর নামও। |
বেঙ্গল লিডসের ঠাঁই বাছাই আজ |
সামনের বছর ‘বেঙ্গল লিডস’ কোথায় হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ, মঙ্গলবার নবান্নে মুখ্যসচিবের ঘরে বৈঠক বসছে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম সূত্রের খবর, খাদ্য প্রক্রিয়াকরণ, বিদ্যুৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্যপ্রযুক্তি, পূর্ত, পরিবহণ-সহ মোট ১২টি দফতরের সচিবদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেঙ্গল লিডস নামে শিল্প সম্মেলনের আয়োজন করছে। প্রথম বছর ইএম বাইপাসের ধারে মিলনমেলায় এই শিল্প সম্মেলন হয়েছিল। দ্বিতীয় সম্মেলন হয় হলদিয়ায়। প্রশাসনিক সূত্রের খবর, আগামী বছর বেঙ্গল লিডসের জন্য দুর্গাপুর বা আসানসোলকে বেছে নেওয়া হতে পারে। |