টুকরো খবর
মিশরে ফের সংঘর্ষে হত ৫০
ফের উত্তপ্ত পিরামিডের দেশ। গদিচ্যুত প্রেসিডেন্ট মহম্মদ মুরসির সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন মিশরের বিভিন্ন অংশে। সেনা সমর্থিত সরকারের ৪০তম বর্ষ উদ্যাপন অনুষ্ঠানে তাহরির স্কোয়ারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। সেনার সাফল্য দেখাতে হেলিকপ্টারের উড়ান প্রদর্শনী হয়। সেনাপ্রধান আব্দেল আল সিসির ছবি হাতে উল্লাসে মাতেন বহু সমর্থক। তাঁরা চান, সিসিই মিশরের পরবর্তী প্রেসিডেন্ট হোন। কিন্তু তাহরির স্কোয়ারে হাজির হন মুরসি সমর্থকরাও। ‘সিসি খুনি’ বলে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। এই সময়েই গোলমাল বাধে।

পুরনো খবর:

অচলাবস্থা কাটবে, আশায় ওবামা
হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বেশ কিছু রিপাবলিকান সদস্য মার্কিন সরকারের অচলাবস্থা কাটাতে ভোট দেবেন বলে আশাবাদী প্রেসিডেন্ট বারাক ওবামা। স্বাস্থ্য প্রকল্প (ওবামা-কেয়ার) নিয়ে প্রেসিডেন্ট অনড় থাকলে তাঁকে ফল ভুগতে হবে বলে রিপাবলিকানরা হুমকি দিয়েছিলেন। হাউসের স্পিকার জন বোয়েনার পর্যন্ত বলেছিলেন, অচলাবস্থা তোলার মতো যথেষ্ট ভোট সরকারের নেই। তার প্রেক্ষিতে ওবামা বলেন, “ডেমোক্র্যাট-রিপাবলিকান নির্বিশেষে যথেষ্ট ভোট রয়েছে। প্রত্যেকে বিবেকের কথা ভেবে ভোট দিন। তাতেই বোঝা যাবে, তাঁরা অচলাবস্থা চান কি না।”

পুরনো খবর:

অস্ত্র ধ্বংস শুরু সিরিয়ায়
রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ ঠিক সময়ে শুরু হওয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রশংসা করলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। ইন্দোনেশিয়ার বালিতে কেরি বলেন, “সিদ্ধান্ত হওয়ার পরে খুব দ্রুত রাসায়নিক অস্ত্র নির্মূলের কাজ শুরু হয়ে গিয়েছে। সিরিয়া প্রশাসন যে চুক্তি মেনে চলছে, সেটা ভাল লক্ষণ। শুরুটা ভালই হল, আমরা তাই ভাল শুরুকে স্বাগত জানাচ্ছি।” রাষ্ট্রপুঞ্জে সিদ্ধান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু হয়ে গিয়েছে, যা কেরির মতে উল্লেখযোগ্য ব্যাপার।

পুরনো খবর:

প্রত্যর্পণ চুক্তিতে সায় বাংলাদেশের
ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুমোদন করল বাংলাদেশের মন্ত্রিসভা। ন’মাস আগে ওই চুক্তি স্বাক্ষর করেছিল দু’দেশ। এই চুক্তি বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় সে দেশের জেলে বন্দি অনেক জঙ্গি নেতাকে ফেরত পেতে পারে ভারত। তাঁদের মধ্যে রয়েছেন আলফা নেতা অনুপ চেটিয়াও।

বিয়ে করছেন হ্যারি
উইলিয়ামের পরে এ বার বিয়ে করছেন রাজপুত্র হ্যারিও। আগামী বছরই প্রেমিকা ক্রেসিডা বোনাসকে বিয়ে করছেন বলে দাবি সংবাদমাধ্যমের একাংশের। সম্প্রতি পুত্রসন্তানের বাবা হয়েছেন উইলিয়াম। একটি সাক্ষাৎকারে হ্যারি জানিয়েছেন, বাবা হতে চান তিনিও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.