বন্দুকধারী চার জঙ্গির সিসিটিভি ফুটেজ উদ্ধার
সংবাদ সংস্থা • নাইরোবি |
পিঠে কার্তুজ ঠাসা ব্যাগ, আর হাতে একে ৪৭ রাইফেল। এই নিয়েই ওয়েস্টগেট শপিং মলের আনাচে কানাচে দাপিয়ে বেড়াচ্ছে মুখোশধারী চার জঙ্গি। নাইরোবিতে জঙ্গি হানার সপ্তাহ দু’য়েক পর কেনীয় পুলিশের হাতে এল আরও একটি সিসিটিভি ফুটেজ। তাতেই দেখা গিয়েছে এই ছবি। ফুটেজটি হাতে আসায় তদন্তে আরও সুবিধা হবে বলেই মনে করছে পুলিশ। এত দিন ধরে তদন্তকারীরা অনুমান করছিলেন, টানা চার দিন যাবৎ ওয়েস্টগেটে তাণ্ডব চালানোর ঘটনায় হাত ছিল অন্ততপক্ষে দশ জন বন্দুকবাজের। শনিবার যে সিসিটিভি ফুটেজটি উদ্ধার হল তা অবশ্য অন্য কথাই বলছে। ফুটেজটিতে দেখা যাচ্ছে, ওই চার জঙ্গির এক জন মোবাইল ফোন মারফত বাইরের কোনও এক ‘কম্যান্ডার’-এর সঙ্গে যোগাযোগ রাখছে অনবরত। পুলিশ জানিয়েছে, নতুন এই ফুটেজটিতে কোনও মহিলা জঙ্গির ছবি ধরা পড়েনি। ওয়েস্টগেটে জঙ্গি হানার সঙ্গে সামান্থা ওরফে শ্বেতাঙ্গ-বিধবার আদৌ কোনও যোগাযোগ ছিল কি না এ বার সেই বিষয়েই ধন্দে পুলিশ।
পুরনো খবর: গয়না থেকে ফোন, উধাও সর্বস্ব, কাঠগড়ায় সেনা
|
কম বয়সে ধর্ষিতা হয়েছি, ম্যাডোনা
সংবাদ সংস্থা • লস অ্যাঞ্জেলেস |
বয়স তখন তাঁর কুড়ির ঘরে। সদ্য নিউ ইয়র্কে থাকতে শুরু করছেন। সম্বল বলতে দু’চোখে বড় শিল্পী হওয়ার স্বপ্ন। সেই সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পিঠে ছুরি ঠেকিয়ে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল তাঁকে। সম্প্রতি নিজের এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ম্যাডোনা। আরও বলেছেন, শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ওই দুষ্কৃতীরা। চালিয়েছিল লুঠপাটও। নিয়ে গিয়েছিল ম্যাডোনার প্রিয় রেডিওটি পর্যন্ত। এর পরেও বার দু’য়েক ডাকাতি হয়েছিল তাঁর বাড়িতে। তবে কোনও কিছুতেই সাহস হারাননি ম্যাডোনা। তাঁর নিজের কথায়, “নিজের কাজ কিংবা জীবন নিয়ে সাহস করে এগোতে না পারলে এই বেঁচে থাকার কোনও মানে আছে বলে মনে করি না।”
|
আমেরিকার ব্যবসা দেখবেন ভারতীয়
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
বারাক ওবামা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হল আরও এক ভারতীয়ের হাতে। কেরলের বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক অরুণ এম কুমার এ বার থেকে মার্কিন বাণিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করবেন। বিশ্ব জুড়ে মার্কিন অস্ত্রের ব্যবসা বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
|
নতুন তথ্য
সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
নিজের রাসায়নিক অস্ত্র ভাণ্ডার সম্পর্কে আন্তর্জাতিক তদন্তকারী দলকে আরও তথ্য দিল সিরিয়া। রাষ্ট্রপুঞ্জ সূত্রে এই খবর জানানো হয়েছে। তবে সেই অতিরিক্ত তথ্য কী, তা নিয়ে মুখ খুলতে নারাজ রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র। |