ওবামা জেদ না ছাড়লে সায় নয়: জন বোহনার
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
প্রেসিডেন্ট বারাক ওবামা নমনীয় না হলে ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানোয় সায় দেবেন না বলে জানিয়ে দিলেন রিপাবলিকান নেতা জন বোহনার। এমনিতেই ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ঝগড়ায় বাজেট পাশ না হওয়ায় তালা পড়েছে মার্কিন প্রশাসনে। তার পরে এ বার ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানোয় কংগ্রেস সায় না দিলে অনেক খরচই চালাতে পারবে না ওবামার দেশ। এমনকী মেটাতে পারবে না পুরনো ধারও। সে ক্ষেত্রে ইতিহাসে প্রথম বার সময়মতো বকেয়া না-মেটানোর ‘লজ্জা’য় পড়বে তারা। খরচ মেটানোর মতো অর্থ
থাকবে না মার্কিন ট্রেজারির। বেতন পাবেন না সরকারি কর্মীরা।
দেওয়া যাবে না সামাজিক সুরক্ষা খাতের অর্থ। টান পড়বে প্রতিরক্ষা তহবিলেও। আতঙ্ক তৈরি হবে সারা বিশ্বের মূলধনী বাজারে। বোহনারের মতে, ওবামা প্রশাসন জেদ ধরে থাকায় সেই পথেই হাঁটছে আমেরিকা। |
ইরাকে জঙ্গি হানায় নিহত ৭৩
সংবাদ সংস্থা • বাগদাদ |
ফের জঙ্গি হানা ইরাকে। পুলিশ জানিয়েছে, রবিবার শিতে এলাকার ওই হামলায় কম পক্ষে নিহত ৭৩ জন। তাঁদের মধ্যে
দু’জন সাংবাদিকও আছেন বলে খবর। বাকিদের মধ্যে বেশির ভাগই তীর্থযাত্রী ছিলেন। |