|
|
|
|
স্থায়ী সমিতির পদ প্রত্যাখ্যান |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পছন্দের কমিটিতে না রাখার অভিযোগ তুলে স্থায়ী সমিতির সদস্যপদ নিলেন না কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নজরুল হক। বৃহস্পতিবার কোচবিহার জেলা পরিষদের কনফারেন্স হলে স্থায়ী সমিতি গঠনের বৈঠকে ওই ঘটনা ঘটেছে।
প্রশাসন ও দলীয় সূত্রেই জানা গিয়েছে, এদিন জেলা পরিষদের নয়টি স্থায়ী সমিতি গঠনের বৈঠক ছিল। আটটি সমিতির সদস্য তালিকা নির্বিঘ্নে অনুমোদন হয়। গোলযোগ বাঁধে খাদ্য ও সরবরাহ কমিটি গঠন নিয়ে। সভায় নজরুল হক-সহ চার সদস্যের খাদ্য ও সরবরাহ বিষয়ক কমিটির তালিকার প্রস্তাব করেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য সির্দ্ধাথ মন্ডল। সেই সময় নজরুল হক কমিটিতে থাকতে রাজি নন বলে জানিয়ে প্রকাশ্যেই তালিকা থেকে নাম প্রত্যাহারের আর্জি জানান। দলের শীর্ষ নেতারা তাঁকে বোঝালেও তিনি রাজি হননি। তার পরে তিনি সভা থেকে বার হয়ে যান। শেষ পর্যন্ত নজরুল হকের পরিবর্তে খাদিজা খাতুনের নাম ওই কমিটির সদস্য হিসাবে মনোনীত হয়। দলীয় সূত্রের খবর, নজরুলবাবু পূর্ত বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হতে চেয়েছিলেন। নজরুলবাবু বলেন, “শুধু পূর্ত নয়, জনস্বাস্থ্য কিংবা কৃষি বিষয়ক স্থায়ী সমিতিতেও প্রচুর কাজের সুযোগ রয়েছে। খাদ্য ও সরবরাহে সেই সুযোগ কম বলে নাম প্রত্যাহার করে নিয়েছি।” জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, “ব্যক্তিগত সমস্যায় উনি স্থায়ী সমিতিতে থাকতে চান না বলে জানিয়েছেন। অন্য ব্যাপার নেই।” উল্লেখ্য, জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে কমিটির কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। |
|
|
|
|
|