পরিচারিকাকে অত্যাচারের অভিযোগ |
বছর বারোর নাবালিকা পরিচারিকা। দিনের পর দিন ঘরে আটকে রেকে তার উপরে অত্যাচার করার অভিযোগ উঠল এক দম্পতির উপরে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানাজানি হয়। শিলিগুড়ির মাটিগাড়ার উত্তরায়ন উপনগরীর ওই ফ্ল্যাটের ওই নাবালিকাকে গত কয়েক মাস ধরেই গরম খুন্তির ছ্যাঁকা থেকে নানা ভাবে ওই দম্পতি উত্যক্ত করত বলে অভিযোগ। ডুয়ার্সের বীরপাড়ার ঢেকলাপাড়া চা বাগানের বাসিন্দা ওই মেয়েটি এ কথা জানিয়েছে পুলিশকে। তবে ওই অত্যাচারের কথা অস্বীকার করেছেন ওই দম্পতি। মেয়েটির হয়ে দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের পক্ষে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “অভিযোগ পাওয়া গিয়েছে। খতিয়ে দেখা যাক।” আপাতত ওই কিশোরীর ঠাঁই হয়েছে একটি হোমে।
|
উত্তরবঙ্গের প্রথম পথশিশুদের জন্য ওপেন শেল্টার হোম চালু হল। বৃহস্পতিবার শিলিগুড়ির হাকিমপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় জেলা শিশু সুরক্ষা প্রকল্পের অধীনে হোম চালু হল বলে জানান সংস্থার উত্তরবঙ্গের কো অর্ডিনেটর শেখর সাহা। উদ্বোধনে ছিলেন দার্জিলিঙের অতিরিক্ত জেলা শাসক পুনীতা সেবা, শিলিগুড়ির মহকুমা শাসক দীপপ্রিয়া প্রমুখ। ২৫ জনকে নিয়ে চালু হলেও আসনসংখ্যা ৫০।
|
বৃহস্পতিবার দুটি পৃথক পথ দুর্ঘটনায় দশ জন আহত হয়েছেন। দলগাঁও থেকে বারবিশাগামী একটি মিনিবাস পলাশবাড়ি এলাকায় একটি বাইকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায়। আটজন আহত হন। সকাল ১১টা নাগাদ আলিপুরদুয়ার কোর্ট মোড়ে একটি অটোকে ধাক্কা মারে একটি ট্রাক। অটোর দুই যাত্রী জখম হন। |