হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দখল করল তৃণমূল। বৃহস্পতিবার ভোটাভুটিতে ১২-১৩ ব্যবধানে সিপিএমের সুবিদ আলিকে পরাজিত করে নতুন সভাপতি হলেন তৃণমূলের আবু সফিয়ান। বসিরহাট মহকুমা প্রশাসন সূত্রের খবর, হাসনাবাদ পঞ্চায়েত সমিতিতে বামেদের ছিল ১৩টি, তৃণমূলের ১২টি এবং কংগ্রেসের একটি ছিল। কংগ্রেস তৃণমূলকে সমর্থন করায় দু’দলের আসন সংখ্যা সমান হয়ে যাওয়ায় টসের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হবে ঠিক হয়। সেইমতো টসে জিতে সভাপতি হন সিপিএমের জাহাঙ্গির আলম। গত ৯ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। এই অবস্থায় সভাপতির আসনটি এতদিন খালি ছিল। এ গিন ভোটাভুটিতে যাতে কোনও গোলমাল না হয় সে জন্য এসডিপিও অভিজিৎ বন্দ্যোধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। দলীয় নেতা খুন হওয়ার পরে যে পরিমাণ জনতা প্রতিবাদে পথে নেমেছিলেন তাতে বামপন্থীদের অনেকে ভেবেছিলেন বামবিরোধী জোটে ভাঙন ধরবে। কিন্তু ভোটাভুটিতে দেখা যায় তৃণমূল এবং কংগ্রেসের জোট অটুট রয়েছে।
|
সময় মতো ট্রেন চলছে না, এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বিভিন্ন স্টেশনে দফায় দফায় অবরোধ করলেন যাত্রীরা। ফলে, অনেকেই নির্দিষ্ট সময়ে কাজে যেতে পারেননি। অনেকে বাড়ি ফিরে যান। পুলিশ ও র্যাফ গিয়ে অবরোধ তোলে। পূর্ব রেল জানিয়েছে, সমস্যার মূলে রয়েছে এক চালকের ইউনিফর্ম চুরি হয়ে যাওয়া। এ দিন ক্যানিং স্টেশন থেকে ভোর ৫টা ২০ মিনিটে একটি শিয়ালদহ লোকাল ছাড়ার কথা ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ট্রেনের চালক দেখেন, কোয়ার্টার থেকে তাঁর জামাকাপড় চুরি হয়ে গিয়েছে। রেলের ইউনিফর্মও নেই। কন্ট্রোল-রুমে ফোন করে তিনি সে কথা জানান। পূবর্র্ রেল জানিয়েছে, ফোন পেয়ে অন্য চালকের ব্যবস্থা করতে হয়। তার জেরে ট্রেন ছাড়তে প্রায় ২৫ মিনিট দেরি হয়। ক্ষুব্ধ যাত্রীরা ক্যানিং স্টেশনে অবরোধ করেন। পুলিশ ও র্যাফ গিয়ে অবরোধ তুললেও এর পরে তালদি, ঘুটিয়ারি শরিফ ও বেতবেড়িয়া স্টেশনেও অবরোধ হয়। কিছু লোকালকে চম্পাহাটি থেকে ঘুরিয়ে দেওয়া হয়। ১১টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল বিজেএফটিসি। দিন কয়েক আগে বসিরহাট স্টেডিয়ামে লিগের ফাইনালে তারা মুখোমুখি হয় ন্যাজাট ওএসএমের। খেলাটি গোলশূন্য ভাবে শেষ হলেও পয়েন্টের বিচারে জিতে যায় বিজেএফটিসি। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের হাবিব মোল্লা। মোট পাঁচটি দল সুপার ডিভিশন ফুটবল লিগে যোগ দিয়েছিল। এ বার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী বছর বিজেএফটিসি প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পেল।
|
বাসে বাসে রেষারেষির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, ব্যারাকপুর-বারাসত রোডে দেবপুকুরে। মৃতের নাম তপন দেবনাথ (৫০)। পুলিশ জানায়, তপনবাবু তাঁর স্ত্রীকে নিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন। দেবপুকুরের কাছে ৮১ নম্বর রুটের একটি বাস অন্য বাসকে পাশ কাটাতে গিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে বাস ফেলে পালায় চালক ও খালাসি। প্রতিবাদে স্থানীয়েরা ঘণ্টাখানেক পথ অবরোধ করেন। পুলিশ গিয়ে অবরোধ তোলে।
|
এক যুবকের নলিকাটা দেহ মিলল। বৃহস্পতিবার, সোনারপুর থানার বাইপাস সংলগ্ন গড়াগাছা এলাকায় টালিনালার পাশে ঝোপ থেকে। মৃতের নাম আইনাল লস্কর (৩৮)। তিনি সোনারপুর থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সমাজবিরোধী কাজে জড়িত ছিল আইনাল। |